Advertisement
Advertisement
Ranji Trophy 2023-24

জয়ের দোরগোড়ায় কেরল, ৪৪৮ রান তাড়া করতে নেমে বেজায় চাপে বাংলা

ফের লজ্জা 'উপহার' দিল বাংলা।

Ranji Trophy 2023-24: Kerala on the threshold of victory, Bengal put on a lot of pressure chasing 448 runs। Sangbad Pratidin

আরও একটা হারের মুখে মনোজ-লক্ষ্মীর বাংলা। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 11, 2024 5:09 pm
  • Updated:February 11, 2024 5:09 pm

কেরল, প্রথম ইনিংস: ৩৬৩ (শচীন ১২৪, অক্ষয় ১০৬, শাহবাজ ৪/৭৩)
বাংলা, প্রথম ইনিংস: ১৮০ (অভিমন্যু ৭২, করণ ৩৫, জলজ সাক্সেনা ৯/৬৮)
কেরল, দ্বিতীয় ইনিংস: ২৬৫/৬ (রোহন ৫১, শচীন ৫১, শ্রেয়স গোপাল ৫০*, শাহবাজ ৩/৮০)
বাংলা, দ্বিতীয় ইনিংস: ৭২/২ (অভিমন্যু ৩৩*, শ্রেয়স ১/১৫, জলজ ১/৩৬)
জয়ের জন্য দরকার আরও ৩৭২ রান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ইনিংসে ৩৬৩ রান তোলার পর বল হাতে জলজ সাক্সেনার (Jalaj Saxena) দাপট। ফলে মাত্র ১৮০ রানেই শেষ হয়ে যায় বাংলার (Bengal) প্রথম ইনিংস। মাত্র ৬৮ রানে ৯ উইকেট নেন কেরলের (Kerala) অভিজ্ঞ অলরাউন্ডার। আর তাই ১৮৩ রানের লিড পায় সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল।

Advertisement

এর পর দ্বিতীয় ইনিংসেও দাপট দেখাল কেরল। ৬ উইকেটে ২৬৫ রান তুলে, ইনিংস ডিক্লেয়ার করে দেন সঞ্জু। ফলে বাংলার টার্গেট দাঁড়ায় ৪৪৮ রান। স্বভাবতই এত বড় রান তাড়া করতে নেমে আরও একবার চাপে মনোজ তিওয়ারির (Manoj Tiwary) দল।

Advertisement

[আরও পড়ুন: নর্থ-ইস্টের সামনে থামল কুয়াদ্রাতের রথ, প্রথম ছয়ে ঢোকা যাবে? কী বলছেন তিন প্রাক্তন?]

জলজের স্পিনের জাদুতে মাত্র ১৮০ রানে শেষ হয়ে যায় বাংলা। এর পর ব্যাট করতে নেমে বাইশ গজে ঝড় তুলে দেন কেরলের দুই ওপেনার রোহন কুন্নুমমাল ও জলজ। ফলে প্রথম ইনিংসেই উঠে যায় ৮৮ রান। ব্যক্তিগত ৫১ রানে শাহবাজ আহমেদের বলে ফিরে যান রোহন। কিছুক্ষণ পর জলজকে আউট করে ফের কেরলকে ধাক্কা দেন বাঁহাতি স্পিনার। তবে লাভ হয়নি। কারণ প্রথম ইনিংসে শতরান করার পর, ফের একবার রান পেলেন শচীন বেবি। তিনি ৭৫ বলে ৫১ রানে আউট হন। অক্ষয় চন্দ্রন করেন ৩৬ রান। শ্রেয়স গোপাল ৫০ রানে অপরাজিত থাকেন। ফলে ম্যাচ জেতার লক্ষ্যে ৬ উইকেটে ২৬৫ রান উঠতেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় কেরল।

বাংলার ফর্ম এমনিতেই ভালো নয়। এরমধ্যে আবার প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অলআউট হয়ে যাওয়া দলের কাছে এবার টার্গেট দাঁড়াল ৪৪৮ রান। ফল যাওয়ার তাই হল। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে বাংলার রান ৭৭। অভিমন্যু ইশ্বরণ ৩৩ রানে ক্রিজে রইলেও, আর এক ওপেনার নজ্যোত সিং খাইরা ফের ব্যর্থ হলেন। প্রথম ইনিংসে ৬ রানে আউট হওয়ার পর এবার করলেন মাত্র ২। তাঁকে আউট করেন জলজ। সুদীপ ঘরামি আরও একবার নিজের উইকেট ছুঁড়ে এলেন। ফিরলেন ৩১ রানে। ফলে দিনের শেষে বেজায় চাপে বাংলা। কারণ বাংলাকে জিততে হলে আরও ৩৭২ রান করতে হবে। যা এই দলের কাছে বেশ কঠিন কাজ।

আরও পড়ুন: ‘রনজি ট্রফি তুলে দেওয়া উচিত!’, মনোজের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ