Advertisement
Advertisement

Breaking News

মিগজাউমের জেরে জলমগ্ন চেন্নাই, মন কাঁদছে অশ্বিন-রাহানের

চেন্নাইয়ের পাশে গোটা দেশ।

Ravichandran Ashwin, Ajinkya Rahane express concern over chennai floods। Sangbad Pratidin

চেন্নাইয়ের জন্য চিন্তায় অশ্বিন-রাহানে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 5, 2023 10:12 am
  • Updated:December 5, 2023 1:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) জেরেই ভাসছে গোটা চেন্নাই (Chennai)। একটানা বৃষ্টিতে একেবারে জলমগ্ন তামিলনাড়ুর-সহ অন্য শহর। শুধু চেন্নাই নয়, তামিলনাড়ু এবং পুদুচেরির বিস্তীর্ণ এলাকাই জলের তলায় ডুবে। ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই তামিলনাড়ুর উত্তর উপকূলের বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে গিয়েছে।

চেন্নাইয়ের খারাপ পরিস্থিতিতে মন কাঁদছে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। X হ্যান্ডেলে অশ্বিন লিখেছেন, ‘ভয়ঙ্কর অবস্থা! এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।’ দীনেশ কার্তিক (Dinesh Karthik) এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের লোকেরা, দয়া করে আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিন এবং বাড়ির ভিতরে থাকুন- এই রকম সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতির উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রমকারী সকল কর্মকর্তাদের একটি বড় স্যালুট। আসুন আমরা সকলে সহযোগিতা করি এবং একসঙ্গে এর মোকাবিলা করি।’

Advertisement

চেন্নাইয়ের অবস্থা দেখে মন খারাপ অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। তিনি X হ্যান্ডেলে লিখেছেন, ‘আশা করি চেন্নাইয়ের সাধারণ মানুষ এই কঠিন পরিস্থিতি ঠিক কাটিয়ে উঠবে। তাদের প্রতি আমার সমবেদনা রইল। যারা এই সময় একেবারে তৃণমূলস্তর থেকে কাজ করছেন, তাঁদের সেলাম।’ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তরফ থেকেও একটি টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘দয়াকরে ঘরে থাকুন। নিজের যত্ন নিন। অপরের খোঁজ করুন।’

Advertisement

 

[আরও পড়ুন: খুব তাড়াতাড়ি নেতৃত্ব কি ‘বোঝা’? মুখ খুললেন গুজরাটের নতুন অধিনায়ক শুভমান]

 

 

 

দুর্যোগ পরিস্থিতিতে চেন্নাই এবং সংলগ্ন জেলাগুলিতে সরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ জানিয়েছে প্রশাসন। বেশ কিছু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জলের তোড়ে ভাসছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি।

 

জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় চেন্নাই সেন্ট্রাল থেকে ১১টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) দল মোতায়েন করা হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) মতে, আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে শুধু তামিলনাড়ু নয়, অন্ধ্রপ্রদেশ, কারিকলের বিস্তীর্ণ জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, সোমবার ক্রমশ উত্তর তামিলনাড়ু উপকূল ধরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে উপকূলে পৌঁছবে এই ঘূর্ণিঝড়। অন্ধ্রের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে ঢোকার কথা। স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টির গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।

[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ‘মিগজাউম’, বিজয়ওয়াড়ায় বিপাকে বাংলার টেবিল টেনিস দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ