Advertisement
Advertisement
Ravichandran Ashwin

অপেক্ষার অবসান, ৫০০ উইকেট নিয়ে কুম্বলের তালিকায় নাম লেখালেন অশ্বিন

দ্বিতীয় ভারতীয় হিসেবে এমন নজির গড়লেন অশ্বিন।

Ravichandran Ashwin completes 500 Test wickets, only 2nd Indian bowler to reach milestone against England। Sangbad Pratidin

৫০০ উইকেট নিয়ে এভাবেই সেলিব্রেশন করেছিলেন অশ্বিন। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 16, 2024 3:31 pm
  • Updated:February 16, 2024 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে রাজকোট টেস্টে জ্যাক ক্রলিকে আউট করতেই নজির গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অফ স্পিনার। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। ১৩২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৬১৯। অশ্বিনের আগে সার্বিকভাবে বিশ্বের ৮ জন মাত্র ক্রিকেটারের দখলে ছিল এই বিশেষ কৃতিত্ব।

এদিকে অশ্বিন হলেন মুথাইয়া মুরলীধরনের (Muttiah Muralitharan) পর বিশ্বের দ্বিতীয় বোলার যিনি ১০০টি টেস্ট খেলার আগেই ৫০০ উইকেট নিলেন। পাশাপাশি অভিজ্ঞ অফ স্পিনার হলেন প্রথম ভারতীয় যিনি সবচেয়ে কম টেস্ট খেলে ৫০, ১০০, ১৫০, ২০০, ৩৫০, ৪০০ ও ৪৫০টি উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন। একইসঙ্গে বিশ্বের প্রথম বোলার হিসেবে সবচেয়ে দ্রুত ২৫০ ও ৩০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ওয়ার্ন, ভেত্তোরিকে ছুঁয়ে সৌরভের কোন রেকর্ড নিজের নামে করলেন জাদেজা?]

মাত্র ৪৫তম টেস্টেই ২৫০তম উইকেট নিয়েছিলেন অশ্বিন। ৫৪তম টেস্টে এসেছিল ৩০০তম উইকেট। ফর্ম ধরে রেখে ৬৬তম টেস্টে ৩৫০তম দখল করেছিলেন এই অফ স্পিনার। ৭৭তম তাঁর ঝুলিতে এসেছিল ৪০০তম উইকেট। কেরিয়ারের ৮৯তম টেস্টে ৪৫০তম উইকেট নেওয়ার পর এবার ৯৮তম টেস্টে ৫০০টি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

Advertisement

 

এখানেই শেষ নয়। ঘরের মাঠে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন কুম্বলে। ৬৩টি টেস্টে সবচেয়ে বেশি ৩৫০টি উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেখানে দুই নম্বরে রয়েছেন অশ্বিন। ফলে চলতি টেস্টে আর চারটি উইকেট নিলেই, ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলবেন অভিজ্ঞ অফ স্পিনার।

বেন স্টোকসদের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রানে ৩ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ১২৬ রানে ৩ উইকেট। এর পর বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান দিলেও কোনও উইকেট পাননি। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে এসেছিল ৭২ রানে ৩ উইকেট। এহেন অশ্বিন রাজকোটের পিচে তাঁর স্পিন অবশ্য টেস্টে কেরিয়ারের ৫০০তম উইকেট নিলেন।

সার্বিকভাবে বিশ্বের নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অশ্বিন। তাঁর আগে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন টপকেছেন মুথাইয়া মুরলীধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৬৯০), অনিল কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালস (৫১৯) ও নাথান লিয়ন (৫১৭)।

[আরও পড়ুন: টেস্টে দ্রুততম ৩২টি শতরান! কোন মহাতারকার নজির ভাঙলেন কেন উইলিয়ামসন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ