Advertisement
Advertisement
Kane Williamson

টেস্টে দ্রুততম ৩২টি শতরান! কোন মহাতারকার নজির ভাঙলেন কেন উইলিয়ামসন?

ফর্মের তুঙ্গে রয়েছেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার কেন উইলিয়ামসন।

Kane Williamson breaks Steve Smith's record, becomes fastest man to hit 32 Test hundreds। Sangbad Pratidin

ম্যাচ জেতানো অপরাজিত শতরানের পর ব্যাট দেখাচ্ছেন কেন উইলিয়ামসন। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 16, 2024 3:05 pm
  • Updated:February 16, 2024 4:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড (New Zealand)। এবং এই সিরিজ জয়ে বড় ভূমিকা নিলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে জোড়া শতরান (১১৮, ১০৯) করেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। সেই ফর্ম বজায় রেখে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অপরাজিত রইলেন। একইসঙ্গে টেস্টে দ্রুতগতিতে ৩২তম শতরান পূর্ণ করে স্টিভ স্মিথকে (Steve Smith) পিছনে ফেলে দিলেন।

১৭৪টি ইনিংসে ৩২টি শতরান করেছেন স্মিথ। এদিকে কেন উইলিয়ামসন এই মাইলস্টোন গড়তে সময় নিলেন ৯৮টি টেস্টের ১৭২টি ইনিংস। এমন পারফরম্যান্সের সুবাদে পিছনে ফেলে দিলেন রিকি পন্টিং, শচীন তেণ্ডুলকর, ইউনিস খানের মতো ব্যাটারকেও।

Advertisement

[আরও পড়ুন: ওয়ার্ন, ভেত্তোরিকে ছুঁয়ে সৌরভের কোন রেকর্ড নিজের নামে করলেন জাদেজা?]

প্রথম টেস্ট জেতার পর, দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ড জয়ের খোঁজেই নেমেছিল। হ্যামিলটনের কঠিন পিচে টিম সাউদি-র দলের টার্গেট ছিল ২৬৭ রান। রান তাড়া করতে নেমে একটা সময় ১১৭ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে কেন উইলিয়ামসনকে আটকে রাখা যায়নি। ২৬০ বলে ১৩৩ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জেতান প্রাক্তন অধিনায়ক। একাকুম্ভ রক্ষা করে মেরেছিলেন ১২টি চার ও ২টি ছক্কা। ফলে ৩ উইকেটে ২৬৯ রান তুলে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।

Advertisement

দ্রুতগতিতে টেস্টে ৩২তম শতরান….

কেন উইলিয়ামসন – ১৭২ ইনিংস
স্টিভ স্মিথ – ১৭৪ ইনিংস
রিকি পন্টিং – ১৭৬ ইনিংস
শচীন তেণ্ডুলকর – ১৭৯ ইনিংস
ইউনিস খান – ১৮৩ ইনিংস

[আরও পড়ুন: ‘ছেলেটাকে দেখে রাখবেন স্যর’, সরফরাজের অভিষেকের পরে রোহিতকে অনুরোধ বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ