Advertisement
Advertisement

Breaking News

Ravi Ashwin

অস্ট্রেলিয়াকে হারানোর পরে বিরল দৃশ্য মোহালিতে, রাতেও ব্যাটিং অনুশীলন করছেন অশ্বিন

রইল অশ্বিনের ব্যাটিং অনুশীলনের ভিডিও।

Ravichandran Ashwin's late-night batting practice in Mohali । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 23, 2023 12:12 pm
  • Updated:September 23, 2023 4:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতেও ব্যাটিং অনুশীলন করছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। শুক্রবার অস্ট্রেলিয়াকে হারানোর পরে দেখা যায় তারকা অফস্পিনার ব্যাটিং অনুশীলন করছেন। অশ্বিনের ব্যাটিং অনুশীলনের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়নি অশ্বিনের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেওয়া হয়েছে তাঁকে। ১৮ মাস পরে ওয়ানডে দলের প্রথম একাদশে জায়গা পেয়েছেন শুক্রবার। অজিদের বিরুদ্ধে এক উইকেট নেন তিনি। মোহালিতে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচের আগে অশ্বিনকে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলতে দেখা গিয়েছিল ২০২২ সালে। সেবার প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। 

[আরও পড়ুন: শুভমান-রুতুরাজের পর রাহুল-সূর্যর দাপট, অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া]

মোহালিতে অস্ট্রেলিয়াকে হারানোর পরে দেখা যায় অশ্বিন ব্যাটিং অনুশীলন করছেন পুরোদমে। ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ার বলেন, ”সরাসরি পিচে ব্যাটিং অনুশীলন করছে অশ্বিন। সাপোর্ট স্টাফও ওকে নিয়ে খাটছে। রাত দশটা বেজে গিয়েছে। তবুও কাজ করেই চলেছে অশ্বিনকে নিয়ে। রাহুল দ্রাবিড় স্ক্যোয়ার লেগে, বিক্রম রাঠোর স্লিপে, মার্ক ওয়া ফাইন লেগে। বোঝাই যাচ্ছে প্রস্তুতি কত ভালো হচ্ছে। আমি নিশ্চিত ম্যানেজমেন্ট ওকে ব্যাটিং নিয়ে খাটতে বলেছে।”

Advertisement

 

Advertisement

 

[আরও পড়ুন: সোমবার হোম ম্যাচ ইস্টবেঙ্গলের, সমর্থকদের কথা চিন্তা করে পরিবহণ মন্ত্রীর কাছে চিঠি পাঠাল লাল-হলুদ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ