Advertisement
Advertisement

Breaking News

IPL 2024

চার নাকি ছক্কা? ইডেনে ম্যাচ জিততেই পারতেন বিরাটরা! আম্পায়ারের সিদ্ধান্তে নয়া বিতর্ক

ঠিক কী অভিযোগ আরসিবি সমর্থকদের?

RCB fans have claimed that umpires gave only 4 runs for a six in IPL 2024 match

এই বলেই যত বিতর্ক। ছবি: সোশাল মিডিয়া।

Published by: Arpan Das
  • Posted:April 22, 2024 5:12 pm
  • Updated:April 22, 2024 8:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে কলকাতা (Kolkata Knight Riders) আর বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ম্যাচ ঘিরে ছিল একরাশ বিতর্ক। বিরাট কোহলির (Virat Kohli) ক্যাচ আউট নিয়ে একপ্রস্থ জলঘোলা হয়েছে। যার রেশ এখনও চলছে। এর মধ্যেই উঠে আসছে নতুন বিতর্কের ইঙ্গিত। সোমবার আম্পায়ারের আরেকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বেঙ্গালুরু ভক্তরা।

ঠিক কী নিয়ে তাঁদের অভিযোগ? ঘটনাটি ঘটে বেঙ্গালুরু ইনিংসের ১৭তম ওভারে। ব্যাট করছিলেন প্রভুদেশাই ও দীনেশ কার্তিক। বল করছিলেন বরুণ চক্রবর্তী। বেঙ্গালুরুর রান তখন ৬ উইকেটে ১৮২। ওভারের চতুর্থ বলটি প্রভুদেশাই উড়িয়ে দেন ডিপের দিকে। আম্পায়ার তাতে চার দেন। যদিও বেঙ্গালুরু সমর্থকদের দাবি সেটি চার নয়, ছয় ছিল। সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে তেমনটাই দাবি করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে রানের বন্যা, বোলারদের রক্ষা করার জন্য বোর্ডকে পরামর্শ গাভাসকরের]

এক্ষেত্রে মাঠের আম্পায়াররা সাধারণত থার্ড আম্পায়ারের সাহায্য নেন। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে এই ধরনের সংশয় দূর করতে দেখা যায়। যদিও এই ঘটনা নিয়ে থার্ড আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এমনকী, আরসিবি ব্যাটাররা কোনও আবেদন জানাননি। ওই বলে ছয় দিলে আরসিবির পৌঁছত ১৮৮ রানে। শেষ পর্যন্ত মাত্র ১ রানে হারে তারা। ভিডিও ফুটেজ পোস্ট করে বেঙ্গালুরু সমর্থকদের অভিযোগ, ওই বলে ছয় রান দিলে ম্যাচ জিততে পারত বিরাটরা। যদিও ভিডিওর দৃশ্য খুব পরিষ্কার নয়।

Advertisement

রবিবারের ইডেনে ২২৩ রানের লক্ষ্য রেখেছিল নাইটরা। বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর ম্যাচের রাশ ধরেছিল উইল জ্যাকস আর রজত পাতিদারের জুটি। শেষ ওভারে দরকার ছিল ২১ রান। সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে স্টার্কের বলে তিনটি ছয় মারেন বেঙ্গালুরু স্পিনার করণ শর্মা। ২ বলে বাকি ছিল মাত্র ৩ রান। কিন্তু ওভারের পঞ্চম বলে স্টার্কের হাতে ক্যাচ তুলে দেন তিনি। শেষ বলে ফার্গুসন রান আউট হওয়ায় ১ রানে ম্যাচ জিতে যায় কলকাতা। এই হারের ফলে প্লে অফে ওঠার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল ডু প্লেসিসদের।

[আরও পড়ুন: রেকর্ডের হাতছানি চাহালের সামনে, আর একটি উইকেট পেলেই গড়বেন অনন্য নজির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ