Advertisement
Advertisement
PCB

পিসিবির চেয়ারম্যান বদল হতেই ভাগ্য ফিরছে পাক তারকার, দেশকে ফের নেতৃত্ব দিতে পারেন

অধিনায়ক হওয়ার সম্ভাবনা বাড়ছে কার?

Report claims Babar Azam to lead Pakistan again । Sangbad Pratidin

পিসিবি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 8, 2024 2:12 pm
  • Updated:February 8, 2024 2:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বাবর আজমের (Babar Azam)। পাক সাংবাদিক কাদির খোয়াজার প্রতিবেদনে লেখা হয়েছে বাবর আজমের ক্যাপ্টেন হওয়া সময়ের অপেক্ষা।
পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের চেয়ারে সদ্য বসেছেন সৈয়দ মহসিন নকভি। দায়িত্ব গ্রহণের পরে বাবর আজমের হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড ফিরিয়ে দিতে চাইছেন তিনি। একটি বা দুটি নয়, তিনটি ফরম্যাটের দায়িত্বই বাবর আজমের হাতে তুলে দিতে চান নকভি। এমন খবরই প্রকাশিত হয়েছে পাক সংবাদমাধ্যমে। 

 

Advertisement

[আরও পড়ুন: ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার কোহলির, ভুগছে ভারত, বিরাটের অনুপস্থিতি প্রসঙ্গে অকপট ইংল্যান্ডের প্রাক্তন তারকা]

 

বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করার পরে বাবর আজমের নেতৃত্ব গিয়েছিল। টেস্ট এবং টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন করা হয় শান মাসুদ ও শাহিন আফ্রিদিকে। কিন্তু পাক অধিনায়ক হিসেবে তাঁরাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পিসিবিতে পালাবদল হওয়ার পরে বাবর আজমের ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। প্রতিবেদন অনুযায়ী, পাক অধিনায়ক হিসেবে বাবর আজমকেই চাইছেন নকভি। উল্লেখ্য, জাকা আশরফের জায়গায় নকভি এখন পিসিবির চেয়ারম্যান। পাক মিডিয়ায় প্রকাশিত খবর যদি সত্যি হয়, তাহলে বাবর আবার পাকিস্তানকে নেতৃত্ব দিতে চলেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে তিন ফরম্যাটের নেতা করা হয়েছিল বাবর আজমকে। পাকিস্তানের নেতা হিসেবে ২০টি টেস্ট ম্যাচ, ৪৩টি ওয়ানডে এবং ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন বাবর। এর মধ্যে ১০টি টেস্ট, ২৬টি ওয়ানডে এবং ৪২টি টি টোয়েন্টি ম্যাচ জয় পান।

Advertisement

[আরও পড়ুন: এবার বিনামূল্যেই ম্যাচের টিকিট! সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ মোহনবাগানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ