BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

OMG! রিঙ্কু নাকি কোহলি! KKR তারকার সিক্স প্যাক দেখে কী বললেন শুভমানের বোন?

Published by: Anwesha Adhikary |    Posted: June 4, 2023 5:43 pm|    Updated: June 4, 2023 5:43 pm

Rinku Singh shares six pack abs images from Maldives | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যত হেরে যাওয়া ম্যাচে পরপর পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন। তারপর থেকেই আইপিএলপ্রেমীদের মুখে মুখে ঘুরছে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম। সদ্যসমাপ্ত টুর্নামেন্টে কেকেআর প্লে অফে উঠতে না পারলেও আইপিএলের নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু। ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিসের পরে ফের সোশ্যাল মিডিয়ায় আলোচনার শিখরে উঠে এসেছেন কেকেআর তারকা। বিরাট কোহলিকে (Virat Kohli) মনে করিয়ে দিয়েছেন রিঙ্কু, এমনটাই মত নেটিজেনদের।

আইপিএলের পরেই নিজের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেকেআরের নয়া তারকা। তারপরেই ছুটি কাটাতে মালদ্বীপ উড়ে যান। আলিগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ক্রিকেটারের ইনস্টাগ্রাম থেকেই তাঁর ছুটি কাটানোর ঝলক মিলেছে। নীল সুইমিং পুলের জলে সিক্স প্যাক করা রিঙ্কুর ছবি দেখে বিরাট কোহলির কথা মনে পড়েছে ক্রিকেটপ্রেমীদের। কয়েকদিন আগেই ছুটি কাটানোর সময়ে একইরকম ভঙ্গিতে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কিং কোহলি। 

[আরও পড়ুন: বিজেপিতে ফিরেও কোণঠাসা! মহিলা মোর্চার রাজ্য কর্মসমিতির সদস্য সোনালী গুহ]

খালি গায়ে রিঙ্কুর সিক্স প্যাকের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেকেআর তারকার ইনস্টগ্রামের কমেন্ট বক্স উপচে পড়েছে তাঁর অনুরাগীদের বার্তায়। তার মধ্যে অন্যতম শানিল গিল। ভারতীয় দলের তারকা শুভমান গিলের বোন রিঙ্কুর এই ছবিতে লিখেছেন, “তুমি তো একেবারে হিরো”। কমেন্ট করে রিঙ্কুর প্রশংসা করেছেন ক্রিকেটার কমলেশ নাগারকোটি। এছাড়াও লখনউ সুপার জায়ান্টসের তরফেও কমেন্ট করা হয়েছে।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rinku 🧿 (@rinkukumar12)

প্রসঙ্গত, আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকানোর পরেই ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে রিঙ্কুর নাম। তারপর থেকেই ব্যাট হাতে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে কেকেআর তারকাকে। ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন তিনি। প্রায় ১৫০ স্ট্রাইক রেট থাকা তারকাকে খুব তাড়াতাড়িই ভারতীয় দলে দেখা যাবে, আশাবাদী তাঁর ভক্তরা।

[আরও পড়ুন: ‘ছেলেকে’ হারালেন যশ-নুসরত! ‘পরপারে দেখা হবে..’, লিখলেন অভিনেত্রী]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে