Advertisement
Advertisement

শততম ম্যাচে নজির বিরাটের, দুর্দান্ত ইনিংস খেলেও সেঞ্চুরি হাতছাড়া ঋষভ পন্থের

প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত।

Rishabh Pant put brilliant batting show in first test match against Sri Lanka in Virat Kohli's century test match | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 4, 2022 5:10 pm
  • Updated:March 4, 2022 6:01 pm

ভারত- ৩৫৭/৬ (কোহলি ৪৫, পন্থ ৯৬)
প্রথম দিনের শেষে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজানো ছিল বিরাট কোহলির (Virat Kohli) মঞ্চ। তাঁর কাছ থেকে একটা বড় ইনিংস চেয়েছিলেন সবাই। কিন্তু প্রত্যাশা জাগিয়েও বড় রান করতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। ৪৫ রানে থামতে হল কোহলিকে। সেঞ্চুরি করতে না পারলেও কোহলি এদিন নজির গড়লেন। আট হাজার ক্লাবের সদস্য হয়ে গেলেন তিনি। 

Advertisement

গত কয়েকদিন ধরেই কোহলির শততম ম্যাচ নিয়ে কালি খরচ হচ্ছিল সংবাদমাধ্যমে। দেশেবিদেশের প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীরা কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি আশা করেছিলেন। কিন্তু বিরাটের ব্যাট এদিন কথা বলল না। কিন্তু ৪৫ রান করার পথে আট হাজার ক্লাবের সদস্য হন তিনি। ষষ্ঠ ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়েন তিনি। মোহালিতে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্টের বল গড়ানোর আগে আট হাজার রান থেকে ৩৮ রান দূরে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 

Advertisement

এদিন আট হাজার ক্লাবের সদস্য হওয়ায় শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহওয়াগ ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে একই বন্ধনীতে উচ্চারিত হবে কোহলির নাম। কোহলি সেঞ্চুরি হাঁকাতে না পারলেও তাঁর মঞ্চ মাতালেন ঋষভ পন্থ। ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। কিন্তু শতরান হাতছাড়া করায় প্রচণ্ড হতাশ দেখাল পন্থকে। এতটা হতাশ পন্থকে স্মরণকালের মধ্যে দেখেননি কেউ। লাকমলের বলে বোল্ড হওয়ার পরে পন্থ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন ক্রিজে। তাঁর ভেঙে পড়া মুখই বলে দিচ্ছিল পন্থের যন্ত্রণার কথা। প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। দিনান্তে স্কোরবোর্ড বলছে ৬ উইকেট হারিয়ে ভারতের রান ৩৫৭। 

[আরও পড়ুন: ইউক্রেন হামলার জেরে এবার প্যারালিম্পিক থেকেও নির্বাসিত রাশিয়া, ধাক্কা অন্যান্য খেলাতেও]

টসে জিতে এদিন প্রথমে ব্যাট নেয় ভারত। শততম টেস্ট খেলতে নামা বিরাট কোহলিকে দেওয়া হল বিশেষ সম্মান। জয় শাহ (Jai Shah) নিজে উপস্থিত ছিলেন মোহালিতে। উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য কর্তারাও। টেস্টের শুরুতে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) উপস্থিত না থাকলেও ম্যাচ চলাকালীনই কোনও একদিন তিনি মোহালিতে থাকতে পারেন বলে খবর। বিরাটের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে তাঁকে বিশেষ টুপি উপহার দেওয়া হয় টিমের তরফে। বিরাটের হাতে সেই টুপি তুলে দেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেসময় মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় দলের সব সদস্য। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত কোহলির অভিষেক টেস্টে রাহুল দ্রাবিড় খেলেছিলেন। এখন তিনি কোচ। সেই রাহুল দ্রাবিড়ই তাঁর হাতে তুলে দিলেন বিশেষ টুপি। 

[আরও পড়ুন: শততম টেস্টে কোহলিকে বিশেষ সম্মান বোর্ডের, ‘আমি গর্বিত’, অনুষ্কাকে পাশে নিয়ে বললেন বিরাট]

ওপেন করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল ৫২ রান জোড়েন। তার পরে আউট হন রোহিত শর্মা (২৯)। দলের রান যখন ৮০, তখন ফিরে যান মায়াঙ্ক (৩৩)। ইনিংস গড়ার কাজ করেন হনুমা বিহারী ও বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক ব্যক্তিগত ৪৫ রানে বোল্ড হন লাসিথের বলে। হনুমা বিহারী ৫৮ রানে বোল্ড হন বিশ্ব ফার্নান্দোর বলে। শ্রেয়স আইয়ার ২৭ রানে ফেরেন। এরপরে ভারতের ইনিংসের ভোল বদলে দেন ঋষভ পন্থ একা। ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ঠিক যখন মনে হচ্ছে কোহলির মঞ্চে ফুল ফোটাবেন পন্থ, ঠিক তখনই নেমে এল বিপর্যয়। নতুন বল নিয়েছিল শ্রীলঙ্কা। লাকমলের বলে বোল্ড হন পন্থ। হতাশ পন্থ ক্রিজ ছেড়েই যেতে চাইছিলেন না। এত হতাশ তাঁকে আগে দেখা যায়নি। শতরান হাতছাড়া করলেন তিনি। দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭। দিনের শেষে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৪৫) ও অশ্বিন (১০)।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ