Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

‘পা বাদ দিতে চেয়েছিলেন চিকিৎসকরা’, দুঃস্বপ্নের সেই দিনগুলোর কথা বললেন পন্থ

আইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন তারকা ক্রিকেটার।

Rishabh Pant said that the doctors were even contemplating amputation

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 14, 2024 12:21 pm
  • Updated:March 14, 2024 3:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর সেই পথ দুর্ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় দেড় বছরের কাছাকাছি। ঋষভ পন্থ (Rishabh Pant) অবশেষে মাঠে ফিরতে চলেছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছে পন্থ সম্পূর্ণ সুস্থ। ব্যাটিং ও উইকেট কিপিং করতে কোনও সমস্যা নেই পন্থের। আইপিএলে (IPL 2024) সবার নজর থাকবে পন্থের দিকে। সেই পন্থ জানিয়েছেন, চিকিৎসক একসময়ে তাঁর পা বাদ দেওয়ার কথা ভেবেছিলেন।
দুর্ঘটনার ফলে পন্থের ডান হাঁটুর লিগামেন্টের পুনর্গঠনের দরকার হয়ে পড়ে। কব্জি এবং গোড়ালি ভেঙে যায় পন্থের। কিন্তু তারকা ক্রিকেটার ফিরে আসেন মাঠে।

 

Advertisement

[আরও পড়ুন: ‘পাকিস্তান শুধু স্বপ্নই দেখতে পারে’, ধরমশালা স্টেডিয়ামের প্রশংসা করে তোপ আক্রমের]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পন্থ বলেছেন, ”আধ্যাত্মিকতা মানুষকে আরও শৃঙ্খলাপরায়ণ করে তোলে। এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আমাকে নিজের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করেছে। দুর্ঘটনার ফলে আমার হাঁটুতে চোট লেগেছিল। তবে কতটা ক্ষতি হয়েছে তা আমি কল্পনাও করতে পারব না। চিকিৎসকরা আমার পা বাদ দেওয়ার কথাও ভেবেছিলেন। আমি ঈশ্বরের উপর ভরসা করেছিলাম। আমি অনুভব করতাম আমার উপরে কেউ নজর রাখছেন।”
এদিকে দিল্লি ক্যাপিটালসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে দিল্লি ক্যাপিটালসের জার্সি তুলে দিচ্ছে পন্থের হাতে। পন্থ সেই জার্সি হাতে নিয়ে বলছেন, তিনি তৈরি।

Advertisement

[আরও পড়ুন: রাতের আঁধারে বিজেপিতে অর্জুন, শুভেন্দুর ‘জেদে’র কাছে টিকল না সুকান্তর ‘আপত্তি’!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ