Advertisement
Advertisement
Sachin Tendulkar

বিজ্ঞাপন দেখে বেজায় চটলেন শচীন! মুম্বই পুলিশের দ্বারস্থ মাস্টার ব্লাস্টার

অভিযোগ, শচীনের নাম ব্যবহার করে জনসাধারণকে ভুল পথে চালনার চেষ্টা করা হচ্ছে।

Sachin Tendulkar Files Complaint Against Misleading Ad | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 13, 2023 3:56 pm
  • Updated:May 13, 2023 3:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞাপনে বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বর। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ শচীন তেণ্ডুলকর। এবার সেই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন মাস্টার ব্লাস্টার।

মুম্বই পুলিশের সাইবার শাখার তরফে জানানো হয়েছে, শুক্রবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪২৬, ৪৬৫ এবং ৫০০ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঠিক কী জানা গিয়েছে এই বিজ্ঞাপনের বিষয়ে?

Advertisement

[আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত, ফাঁকিবাজদের তৃণমূলে ঠাঁই নেই, অনুব্রতহীন বীরভূমে বার্তা অভিষেকের]

অভিযোগপত্রে শচীন (Sachin Tendulkar) জানিয়েছেন, অনলাইনে পণ্যসামগ্রী বিক্রির জন্য কোনও অনুমতি ছাড়াই তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। এভাবে শচীনের নাম ব্যবহার করে জনসাধারণকে ভুল পথে চালনার চেষ্টা করা হচ্ছে। কারণ অনেকেই শুধু শচীনের মুখ দেখে সেসব পণ্য কিনে ফেলছেন। শচীন তেণ্ডুলকর স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, “পণ্য এবং পরিষেবা বিক্রির জন্য বেআইনি ভাবে শচীনের ভাবমূর্তিকে ব্যবহার করার চেষ্টা হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমজনতাকে ভুল পথে চালনার জন্যই এসব করা হচ্ছে।”

Advertisement

সোশ্যাল মিডিয়াতেও শচীনের নাম ব্যবহার করে এই ধরনের প্রচার চালানো হচ্ছে। তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। যে সমস্ত বিজ্ঞাপনে এই ঘটনা ঘটানো হয়েছে, তা কে বা কারা ঘটিয়েছে, এর নেপথ্যে আরও কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

[আরও পড়ুন: আইপিএলে মোহনবাগান রং! ২০ মে’র ইডেনে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবে লখনউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ