Advertisement
Advertisement
Cricket

সদ্যোজাত সন্তানকে হারানোর পরেও দুরন্ত শতরান! বিষ্ণু সোলাঙ্কির ইনিংসে মুগ্ধ ক্রিকেট দুনিয়া

তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ সতীর্থ থেকে আমজনতা।

Scored a ton despite losing newborn daughter, Vishnu Solanki mesmerises cricketing world | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 26, 2022 7:52 pm
  • Updated:February 27, 2022 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগেই ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। হারাতে হয়েছিল সদ্যোজাত সন্তানকে। কন্যাসন্তান হারানোর সেই বেদনা বুকে চেপে রেখেই তিনি পৌঁছে গিয়েছিলেন খেলার মাঠে। আর তারপরই মাঠে নেমে বাইশ গজে পেলেন অসাধারণ সাফল্য। বরোদার ব্যাটার বিষ্ণু সোলাঙ্কির খেলা ১০৪ রানের অনবদ্য ইনিংস দেখে মুগ্ধ বিশ্ব।

চণ্ডীগড়ের বিরুদ্ধে রনজি ট্রফি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন ২৯ বছর বয়সি এই ক্রিকেটার। বোলিং সহায়ক পিচে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সোলাঙ্কি। ১৬১ বলে ১০৩ রান করেন তিনি। তৃতীয় দিনে তাঁর ইনিংস শেষ হয় ১০৪ রানে। মারেন ১২টি চার। তাঁর দাপটে বরোদা প্রথম ইনিংস শেষ করে ৫১৭ রানে।

Advertisement

[ আরও পড়ুন:শান্তির পক্ষে ক্রীড়াদুনিয়া! রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে নারাজ লেওয়নডস্কির পোল্যান্ড]

 
ঠিক কী হয়েছিল? ১১ ফেব্রুয়ারি জন্মেছিল সোলাঙ্কির শিশুকন্যা। সেই সময় রাজ্য দলের সঙ্গে সোলাঙ্কি ভুবনেশ্বরে ছিলেন। পিতৃত্বের আনন্দময় অনুভূতি দ্রুতই বদলে যায় বুকভাঙা বিপর্যয়ে। ২৪ ঘণ্টার মধ্যেই মারা যায় শিশুটি। তার পারলৌকিক কাজ করতে ভুবনেশ্বর থেকে বরোদা পৌঁছন বিষ্ণু। ফিরে এসেই খেলেন এই অসামান্য ইনিংস।

তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ সতীর্থ থেকে আমজনতা। টুইটারে তাঁকে বাহবা জানিয়েছেন সৌরাষ্ট্রের উইকেট-কিপার ব্যাটার শেল্ডন জ্যাক্সন। তিনি লিখেছেন,’ অসাধারণ খেলোয়াড়। আমার দেখা সবচেয়ে দৃঢ় মানসিকতার খেলোয়াড়। বড় একটা স্যালুট বিষ্ণু ও তার পরিবারকে। আশা করি তুমি আরও অনেক শতরান করবে ও সাফল্য পাবে। বরোদা ক্রিকেট আ্যসোসিয়েশনের সিইও শিশির হাত্তাঙ্গাদিও টুইট করেন। তাঁর মন্তব্য, ‘ওর নামে হয়তো সোশ্যাল মিডিয়ায় লাইক হবে না, কিন্তু আমার কাছে বিষ্ণু সোলাঙ্কি বাস্তবের হিরো। একজন অনুপ্রেরণা।’

২০২১-২০২২ সিজনের রনজি ট্রফিতে বরোদার এটি দ্বিতীয় ম্যাচ। রনজি ট্রফির এলিট গ্রুপের এই ম্যাচে বরোদা বোলারদের দাপটে চণ্ডীগড় প্রথমে ব্যাট করে ১৬৮ রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে বরোদার ৫১৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে চণ্ডীগড় দু’ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছে। রনজি ট্রফির প্রথম ম্যাচে বাংলার কাছে ৪ উইকেটে হারে বরোদা।

[আরও পড়ুন:কাজের চাপে টিকিয়াপাড়ায় আত্মঘাতী রেলের ইঞ্জিনিয়ার, বিক্ষোভ কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement