Advertisement
Advertisement
T20 World Cup 2024

টি-২০ বিশ্বকাপে ইতিহাস, উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্বে বাঙালি আম্পায়ার

কে এই বাঙালি আম্পায়ার?

Shahid Saikat will make history for Bangladesh as he is set to officiate the first game of the ICC Men’s T20 World Cup 2024

রিচার্ড ইলিংওয়ার্থ ও সৈকত বিশ্বকাপের প্রথম ম্যাচ পরিচালনা করবেন।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 22, 2024 6:57 pm
  • Updated:May 22, 2024 7:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T-20 World Cup) ইতিহাস তৈরি করতে চলেছেন এক বাঙালি আম্পায়ার। 
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে ৪৭ বছর বয়সি বাংলাদেশের আম্পায়ার শাহিদ সৈকতকে (Shahid Saikat)। 
বুধবার আইসিসি এই খবর জানিয়েছে। উল্লেখ্য ১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ম্যাচ রয়েছে। সেই ম্যাচে আম্পায়ারিং করতে দেখা যাবে বাংলাদেশের আম্পায়ারকে। 

[আরও পড়ুন: বিরাটকে কেন কিনেছিলেন? ১৬ বছর ট্রফিহীন থাকার পরে জানালেন বিজয় মালিয়া]

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচে শাহিদ সৈকতের সঙ্গে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থও। ইলিংওয়ার্থ ক্রিকেটমহলে বেশ পরিচিত নাম। তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়েছেন ইংল্যান্ডের আম্পায়ার। উল্লেখ্য, গতবার আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংওয়ার্থ।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৫টি ম্যাচে আম্পায়ারিং করেছেন সৈকত। এছাড়াও মহিলাদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। 
আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি রিচি রিচার্ডসন। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাইস্কি এবং চতুর্থ আম্পায়ার হিসাবে জিম্বাবোয়ের ল্যাংটন রুসের। 

Advertisement

 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

[আরও পড়ুন: কোপা আমেরিকায় বড় বদল, চালু হচ্ছে ক্রিকেটের এই নিয়ম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ