Advertisement
Advertisement

Breaking News

Asia Cup India vs Pakistan

দল বেঁধে ভারত-পাক ম্যাচ দেখলে ৫ হাজার টাকা জরিমানা, নির্দেশিকা শ্রীনগরের কলেজে

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও বারণ করা হয়েছে পড়ুয়াদের।

Srinagar college will charge fine if students watch India vs Pakistan match together | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 28, 2022 1:53 pm
  • Updated:August 28, 2022 3:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঘরে অনেকজন মিলে খেলা দেখা যাবে না। যদি কারও ঘরে অন্য পড়ুয়াদের পাওয়া যায়, তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় খেলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না। এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan) আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। ম্যাচ ঘিরে অশান্তি এড়ানোর জন্যই এহেন ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০১৬ সালেও ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়েছিল শ্রীনগরের এই কলেজে। তার পুনরাবৃত্তি আটকাতেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পড়ুয়াদের উদ্দেশ্যে নোটিস জারি করে বলা হয়েছে, “হস্টেলের নির্দিষ্ট একটি ঘরে কেবলমাত্র সেই ঘরের পড়ুয়ারাই থাকবে। অন্য ঘরের পড়ুয়ারা যেন একসঙ্গে মিলে খেলা না দেখে। যদি কোনও ঘরে অন্য ঘরের পড়ুয়াদের পাওয়া যায়, তাহলে কমপক্ষে পাঁচ হাজার টাকার জরিমানা দিতে হবে।” সেই সঙ্গে বলা হয়েছে, কোনও পড়ুয়া যেন নিজের ঘর ছেড়ে অন্য ঘরে না যান। এই ম্যাচকে শুধুমাত্র খেলা হিসাবেই দেখতে হবে। প্রতিষ্ঠানে (Srinagar NIT) কোনও রকম বিশৃঙ্খল আচরণ করা যাবে না। তবে নির্দেশিকার কোথাও ভারত-পাক ম্যাচের উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, দুবাই স্টেডিয়ামে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছে। সেখানকার ম্যাচ ঘিরে অশান্তি তৈরি করা যাবে না।

Advertisement

[আরও পড়ুন: রাজস্থানের ছাত্রভোটে শূন্য কংগ্রেসের ছাত্র সংগঠনের ঝুলি! বড় জয় ABVP’র, জোড়া আসনপ্রাপ্তি SFI-এর]

কলেজ কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোনও একটি ঘরে অন্য ঘরের পড়ুয়াদের পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট পড়ুয়াকে হস্টেল থেকে বের করে দেওয়া হবে। সেই সঙ্গে জরিমানাও দিতে হবে। অশান্তি এড়াতে প্রত্যেক পড়ুয়াকে নির্দেশ দেওয়া হয়েছে, ম্যাচ চলাকালীন বা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কেউ যেন ঘর থেকে না বেরন। নিজেদের সোশ্যাল মিডিয়ায় ম্যাচ সংক্রান্ত কোনও পোস্ট করতেও বারণ করা হয়েছে পড়ুয়াদের।

Advertisement

ভারত-পাকিস্তানের লড়াই মানেই টানটান উত্তেজনা। এই ম্যাচ ঘিরে সাম্প্রতিককালে নানা জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়েছে। তার মধ্যে অন্যতম শ্রীনগরের এই প্রতিষ্ঠান। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। তারপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে এই কলেজের পড়ুয়ারা। বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল কলেজ। তাছাড়াও ভারত-পাক ম্যাচ ঘিরে কাশ্মীরের নানা জায়গায় বিশৃঙ্খলা ছড়ায়। সব মিলিয়ে সতর্ক থাকতে চাইছে কলেজ কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: চিনের দখলদারি চলবে না, বার্তা দিয়ে তাইওয়ান প্রণালীতে মহড়া মার্কিন রণতরীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ