Advertisement
Advertisement

Breaking News

T20 World Cup 2024 Schedule

প্রকাশিত টি-২০ বিশ্বকাপের সূচি, কবে ভারত-পাকিস্তান ম্যাচ?

কবে থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ?

T20 World Cup 2024 Schedule: India to play Pakistan on 9th June in T-20 World Cup । Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:January 5, 2024 7:20 pm
  • Updated:January 5, 2024 8:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবেশেষে জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের  ক্রীড়াসূচি (T20 World Cup 2024 Schedule) প্রকাশিত হল শুক্রবার। সূচি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এই মেগা ইভেন্টের পারদও যেন চড়তে শুরু করে দিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের বল গড়াবে ৯ জুন। নিউ ইয়র্কে হবে রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১ জুন। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ড। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। 
ভারত গ্রুপ পর্বের সবক’টি ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১২ জুন ভারত নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। 

[আরও পড়ুন: অনুষ্টুপের শতরানের পর অভিষেকেই ব্যাটে দাপট সৌরভের, বড় রানের লক্ষ্যে বাংলা]

নিউ ইয়র্কে হবে সেই ম্যাচটি। ১৫ জুন ফ্লোরিডায় মুখোমুখি ভারত ও কানাডা। সুপার এইটের ম্যাচগুলি আবার হবে ওয়েস্ট ইন্ডিজে। উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ফাইনাল হবে ২৯ জুন বার্বাডোজের মাটিতে। মোট ৫৫টি ম্যাচ খেলা হবে ৯টি ভেন্যুতে।
গ্রুপ বিতে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। নিউজিল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউ গিনিকে নিয়ে গ্রুপ সি। গ্রুপ ডি-তে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। 

Advertisement

[আরও পড়ুন: পয়া অস্ট্রেলিয়ান ওপেনের আগে কব্জিতে মারাত্মক চোট, কোর্টে নামবেন জকোভিচ?]

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ