Advertisement
Advertisement
Suryakumar Yadav

‘আমার স্ত্রীকেও ছাড়েনি’, সূর্যকে আউট করে হেনস্থার শিকার প্রোটিয়া বোলার

কে এই প্রোটিয়া বোলার?

Tabraiz Shamsi revealed that his celebration after dismissing India batter Suryakumar Yadav earned him and his wife online abuse । Sangbad Pratidin

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ক্যাপ্টেন ছিলেন সূর্য। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:December 27, 2023 7:49 pm
  • Updated:December 27, 2023 7:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) আউট করার পরে উদযাপন করেছিলেন শামসি। তার মাশুল দিতে হয়েছে দক্ষিণ আফ্রিকার তারকাকে। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ঘটনা। 
সূর্যকুমারকে ফেরানোর পরে শামসি (Tabraiz Shamsi) তাঁর ট্রেডমার্ক উদযাপন করেন। জুতো খুলে তা কানের কাছে ধরেন। এরপরেই তাঁকে প্রবল কটাক্ষ, গালমন্দের মুখোমুখি হতে হয়েছে। অতীতেও বহুবার উইকেট নেওয়ার পরে একই ভঙ্গিতে উদযাপন করতে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার এই তারকা বোলারকে।

[আরও পড়ুন: পদ্ম সম্মান ফিরিয়ে প্রতিবাদের মাঝেই কুস্তিগিরদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, কী কথা হল?]

কিন্তু কখনওই এমন কটাক্ষ, হেনস্থার মুখে পড়তে হয়নি। গালমন্দ হজম করতে হয়নি। শুধু শামসি নন, তাঁর স্ত্রীকেও আক্রমণ করা হয় সোশাল মিডিয়ায়। শামসি বলেছেন, ”আমার উদযাপন নেতিবাচক ভাবে দেখা হয়। সবাই ভেবে নেন আমি অসম্মান করেছি। আমাকে প্রবল গালমন্দ করা হয়। আমার স্ত্রীর দিকেও উড়ে আসে গালিগালাজ। হেনস্থা করা হয়। কোনও খেলোয়াড়কে কটাক্ষ করা হচ্ছে, তা মেনে নেওয়া যায়। কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটারের স্ত্রীকে জড়িয়ে গালমন্দ করা হচ্ছে, তা অত্যন্ত নোংরা জিনিস।”
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য ধুয়ে যায়। দ্বিতীয় ম্যাচ জেতে প্রোটিয়ারা। তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচ জিতে ভারত সমতা ফেরায়।

Advertisement

[আরও পড়ুন:  কুস্তি ফেডারেশন সাসপেন্ড হওয়ার পরই বড় পদক্ষেপ, বরফ গলবে?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement