BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

বোল্টের হাতের ছোঁয়ায় মহার্ঘ হল পিঁয়াজ! ব্যাপারটা কী? দেখুন ভাইরাল ভিডিও

Published by: Sulaya Singha |    Posted: March 2, 2020 4:14 pm|    Updated: March 2, 2020 4:14 pm

Trent Boult was spotted signing an onion for one of his fans

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে ১৫০ টাকা ছুঁয়েছিল এক কিলো পিঁয়াজের দাম। কিন্তু যদি বলি একটি পিঁয়াজের মূল্য লাখ খানেক হয়ে দাঁড়িয়েছে! বিশ্বাস করবেন কি? হ্যাঁ, সোমবার ক্রাইস্টচার্চে অন্তত একটি পিঁয়াজের মূল্য আকাশ ছুঁলো। নিশ্চয়ই ভাবছেন, এ আবার কীভাবে সম্ভব? আসলে সবটাই ট্রেন্ট বোল্টের হাতের কেরামতি। তাহলে একটু খোলসে করে বলা যাক।

সোমবার দ্বিতীয় টেস্টে ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজ ২-০-য় জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২০ পয়েন্ট তুলে নিলেন উইলিয়ামসনরা। টেস্ট দলে কামব্যাক করেই নিজের জাত চেনালেন বোল্ট। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ছ’টি উইকেট তুলে নেন কিউয়ি পেসার। উচ্ছ্বসিত পেসার মন খুলে ভক্তদের অটোগ্রাফও দেন এদিন। আর সেখানেই ঘটে অদ্ভুত এক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ফিল্ডিংয়ের ফাঁকে সমর্থকদের অটোগ্রাফ দিচ্ছেন বোল্ট। কেউ তাঁর দিকে ব্যাট বাড়িয়ে দিচ্ছে তো কেউ বল। এর মাঝে হঠাৎই তাঁর দিকে এগিয়ে এল একটি বড় মাপের পিঁয়াজ! অনুরোধ, পিঁয়াজেই দিতে হবে অটোগ্রাফ। বোল্ট যদিও ভক্তকে হতাশ করেননি। পিঁয়াজই সই করে দেন তিনি। আর মুহূর্তে সেই পিঁয়াজ মহার্ঘ হয়ে ওঠে। কারণ এই পিঁয়াজের দাম লাখ খানেক হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

[আরও পড়ুন: হোয়াইটওয়াশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন কোহলি]

ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অনেকে মজা করে লিখেছেন, এমন দৃশ্য দেখে চোখে জল চলে এল। আবার অনেকে প্রশ্ন করেছেন, যিনি অটোগ্রাফ নিলেন, তিনি কি ভারতীয়? আসলে, পিঁয়াজ মহার্ঘ হওয়ার পর নানা মজার মজার ঘটনা উঠে এসেছিল শিরোনামে। বিয়ের উপহার হিসেবে কেউ বর-কনের হাতে তুলে দিয়েছিলেন পিঁয়াজের বোকে, তো কোনও প্রেমিক ভ্যালেনটাইনস ডে-তে বান্ধবীকে গোলাপের বদলে পিঁয়াজ হাতে প্রেম প্রস্তাব দিয়েছিলেন। এবার ক্রাইস্টচার্চে এমন দৃশ্য দেখে রানি রূপী পিঁয়াজের সেই সব ঘটনাই নতুন করে আলোচনায় উঠে এল।

[আরও পড়ুন: কর্ণাটকের ক্রিকেটারকে কটূক্তি! ইডেন থেকে বের করা দেওয়া হল দুই সমর্থককে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে