Advertisement
Advertisement
U-19 World Cup

U-19 World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভুরি ভুরি রেকর্ড ভারতের, শেষ আটে প্রতিপক্ষ বাংলাদেশ

ধাওয়ানের ১৮ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ভারতের রাজ।

U-19 World Cup: India hammer Uganda by 326 runs, to face Bangladesh in quarter-finals
Published by: Subhajit Mandal
  • Posted:January 23, 2022 10:38 am
  • Updated:January 23, 2022 2:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U-19 World Cup) ভারতের সোনালি দৌড় অব্যাহত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেকর্ড ব্যবধানে উগান্ডাকে হারাল মেন ইন ব্লু। সেই সঙ্গে ইতিহাসের খাতায় নাম লেখালেন তারকা ব্যাটার রাজ বাওয়া (Raj Bawa)।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলেও টুর্নামেন্টের মাঝপথে ভারতীয় শিবিরে হানা দেয় করোনা (Coronavirus)। করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্যাপ্টেন যশ ধূল-সহ ৬ জন ক্রিকেটার। সহ-অধিনায়ক শেখ রাশিদ, আরাধ্য যাদব, ভাসু ভটস, মানভ পারেখ, সিদ্ধার্থ যাদবের শরীরে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। কিন্তু করোনার সেই মারণ থাবাও ভারতের বিজয়রথ রুখতে পারেনি। আগের ম্যাচে আয়ারল্যান্ডের পর শনিবার উগান্ডাকেও উড়িয়ে দিল ভারত।

[আরও পড়ুন: IPL 2022: বিদেশে নয়, চলতি বছর শর্তসাপেক্ষে আইপিএল হবে দেশের মাটিতেই!]

শনিবার উগান্ডার (Uganda) বিরুদ্ধে ভারত জিতল ৩২৬ রানে। প্রথমে ব্যাট করে ৪০৫ রান তোলে টিম ইন্ডিয়া। ব্যাটার রাজ বাওয়া একাই করেন ১৬২ রান। যা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান। ১৮ বছর আগে ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিখর ধাওয়ান (Sikhar Dhawan) ১৫৫ রানের ইনিংস খেলেছিলেন। শিখরের সেই রানকেও এদিন টপকে গিয়েছেন রাজ। তাঁর পাশাপাশি সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার আংক্রিশ রঘুবংশীও। তাঁর সংগ্রহ ১৪৪ রান।

[আরও পড়ুন: আইপিএলে নতুন দলের অধিনায়কত্ব পেলেন হার্দিক-রাহুল, নিলামে নাম হাজারের বেশি তারকার]

ভারতের এই বিশাল লক্ষ্যমাত্রার সামনে অনভিজ্ঞ উগান্ডা দাঁড়াতেই পারেনি। তাদের ইনিংস শেষ হয় মাত্র ৭৯ রানে। উগান্ডার অধিনায়ক পাস্কাল মুরুঙ্গি সর্বোচ্চ ৩৪ রান করেন। ভারতের হয়ে ৪ উইকেট নেন অধিনায়ক নিশান্ত সিন্ধু। ভারত জেতে ৩২৬ রানে। যা এখনও পর্যন্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়। গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে যাচ্ছে ভারত। কোয়ার্টার ফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ