Advertisement
Advertisement

Breaking News

Shardul Thakur

শার্দূল না উমরান? আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম কম্বিনেশন নিয়ে ধন্দে ভারত

সাংবাদিক সম্মেলনে বড়সড় ইঙ্গিত দিলেন ভারতের বোলিং কোচ।

Umran Malik or Shardul Thakur, who will play in Raipur against New Zealand | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 21, 2023 11:16 am
  • Updated:January 21, 2023 11:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমন গিলের ডাবল সেঞ্চুরিতে নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ভারত জিতলে কী হবে, কয়েকটা খচখচানি থেকেই গিয়েছে। আসলে হায়দরাবাদে প্রথম ওয়ানডে-তে শুভমনের ডাবল সেঞ্চুরির পরেও নিউজিল‌্যান্ডকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন মিচেল ব্রেসলওয়েল। পালটা দুর্ধর্ষ সেঞ্চুরি করে। আর তাই, প্রথম ওয়ানডে জিতলেও ভারত যে দারুণ স্বস্তিতে বলা যাবে না।

আজ শনিবার, রায়পুরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম‌্যাচ। যেখানে কি না এই প্রথম কোনও আন্তর্জাতিক ম‌্যাচ হবে। স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকাসন রয়েছে এবং মনে করা হচ্ছে শনিবাসরীয় ম‌্যাচে একটা সিটও ফাঁকা পড়ে থাকবে না। কিন্তু রায়পুরকে তাদের প্রথম আন্তর্জাতিক ম‌্যাচে উৎসবের স্বাদ দিতে গেলে বেশ কয়েকটা জিনিস করতে হবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতকে।
১) ডেথ বোলিংয়ে ফাঁকফোঁকর ভরাট করা।
২) মিডল অর্ডারের পারফর্ম করা।

Advertisement

এখানে বলে রাখা যাক, প্রথম ওয়ানডে-তে শুভমন গিলের (Subhman Gill) ডাবল সেঞ্চুরি বাদ দিলে বাকি ব‌্যাটিং লাইন আপ কিছু করতে পারেনি। শুভমনের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ৩৪! গিল রোজ রোজ সেঞ্চুরি বা ডবল সেঞ্চুরি করবেন না। অতএব, মিডল অর্ডারের থেকে রান প্রয়োজন। একইরকম ভাবে প্রথম ম্যাচে নিউজিল‌্যান্ডকে ১৩১-৬ করে দেওয়ার পরেও তারা কী করে শেষ চার উইকেটে ২০৬ রান তুলল, সেটাও ভাবাবে ভারতকে। প্রথম ওয়ানডে-তে ভয়াল গতির উমরান মালিকের বদলে শার্দূল ঠাকুরকে খেলানো হয়, তাঁর ব‌্যাটিংয়ের কথা ভেবে। শনিবারের ম‌্যাচে ভারতকে ঠিক করতে হবে তারা করবে কী? শার্দূলকে খেলাবে? নাকি ফেরাবে উমরানকে? তাঁর এক্সপ্রেস গতির কথা ভেবে?

Advertisement
Umran
উমরান মালিক

[আরও পড়ুন: ‘অনেকের দাবি ছিল ও নাকি শেষ’, রোনাল্ডোর দুরন্ত পারফরম্যান্সের পর নিন্দুকদের তোপ কোহলির]

ভারতের (Team India) বোলিং কোচ পারস মামরে প্রাক ম‌্যাচ সাংবাদিক সম্মেলনে আসেন। তিনি পরিষ্কার করে বলেননি যে, শার্দূল না উমরান, কে খেলবেন শেষপর্যন্ত দ্বিতীয় ওয়ানডে-তে। তবে জোরালো ইঙ্গিত দিয়েছেন যে, উমরান প্রথম একাদশে ফের জায়গা করে নেওয়া থেকে খুব দূরে নেই। ‘‘শার্দূলকে আমরা নিয়েছিলাম, ওর ব‌্যাটিং ক্ষমতার কথা ভেবে। শার্দূল টিমে থাকলে, ব‌্যাটিং গভীরতা বাড়ে। আমি এখনই বলার জায়গায় নেই কে খেলবে? পিচ দেখে ঠিক করব,’’ বলে যান মামরে। একই সঙ্গে অকাতর প্রশংসাও করেন উমরানের। বলে দেন, ‘‘উমরান যেভাবে এগোচ্ছে, যেভাবে উন্নতি করছে, সেটা দেখেও ভাল লাগে। ওর গতি তফাত করে দেয় বইকী। আমাদের বোলিং আক্রমণেও বৈচিত্র‌্য আমদানি করে। তবে টিম কম্বিনেশনের উপর নির্ভর করে থাকবে উমরানের খেলা না খেলা। এটুকু বলতে পারি, বিশ্বকাপ পরিকল্পনায় উমরান ভালরকম আছে। বললামই, ও টিমে থাকলে টিমের বোলিংয়ে বৈচিত্র‌্য যোগ হয়।’’

প্রচারমাধ‌্যমের সঙ্গে কথা বলতে বলতে জশপ্রীত বুমরাহর প্রসঙ্গ চলে আসে। আর ভারতীয় বোলিং কোচ অকপটে বলে দেন, তাঁরা বুমরাহর অভাব কতটা টের পাচ্ছেন। মামরে বলছিলেন, ‘‘বুমরাহ অসাধারণ পেসার। ও এমন একজন বোলার, যার কোনও পরিবর্ত হয় না। ওর স্কিল যা, তাতে ওর মতো আর একজন বোলার খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে এটাও ঠিক যে, বুমরাহ না থাকলে বাকিদের সামনে একটা সুযোগ থাকে, নিজেকে প্রমাণ করার। বোঝানোর যে ওরা কতটা চাপ নিতে পারে।’’ ভারতীয় বোলিং কোচ আবার আরও এক ভারতীয় পেসারের ভূয়সী প্রশংসা করেন। তিনি মহম্মদ সিরাজ। যাঁকে তিনি আজ নয়, ভারত ‘এ’ খেলার সময় থেকে দেখছেন। নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে দারুণ বোলিং করেছিলেন সিরাজ। মামরে বলছিলেন, ‘‘লাল বলে ও আরও ভয়ংকর। আগে সিরাজ বলকে শুধু ভিতরে আনতে পারত। এখন বাইরেও নিয়ে যেতে পারে। তাই শুধু বিশ্বকাপ নয়, তার পরেও সিরাজ আমাদের টিমের অন‌্যতম গুরুত্বপূর্ণ সদস‌্য হবে।’’

[আরও পড়ুন: মাসিক বেতন সাড়ে ৪ লক্ষ, তবু রাঁধুনি জুটছে না রোনাল্ডোর]

আজ টিভিতে
ভারত বনাম নিউজিল‌্যান্ড
দ্বিতীয় ওয়ানডে
রায়পুর, দুপুর ১.৩০, স্টার স্পোর্টস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ