Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে কোহলি-রোহিতকে, দলের নেতৃত্ব কে?

অধিনায়ক হিসেবে উঠে আসছে দু'টি নাম।

Virat Kohli, Rohit Sharma and many others may rested in South Africa series | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 15, 2022 2:22 pm
  • Updated:May 15, 2022 2:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব কিছু ঠিকঠাক চললে, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা-সহ একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে পাঠাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। খবর যা, তাতে বিরাট, রোহিত, কেএল রাহুল, ঋষভ পন্থ, জশপ্রীত বুমরাহ- এঁদের সবাইকেই টানা তিন সপ্তাহের বিশ্রামে পাঠানো হবে। যাতে মহা গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজে তাঁরা চাঙ্গা হয়ে নামতে পারেন।

চলতি মাসের ২৯ তারিখ শেষ হবে আইপিএল। এরপর আগামী ৯ জুন থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। শোনা যাচ্ছে, সিনিয়র ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান বা হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) হাতে নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে। রোহিত-বিরাটরা না খেললে অতীতে ভারত অধিনায়কত্বের দায়ভার সামলেছেন শিখর। হার্দিক আবার চলতি আইপিএলে দারুণ নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়ক হিসেবে গুজরাটকে প্লে অফে পৌঁছে দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। বলা হচ্ছে, এই আইপিএলের (IPL 2022) সেরা আবিষ্কার ক্যাপ্টেন হার্দিক। তাই ছোট ফরম্যাটে তাঁর উপর ভরসা রাখতেও পারেন জাতীয় নির্বাচকরা।

Advertisement

[আরও পড়ুন: ফ্ল্যাট থেকে উদ্ধার বাংলা টেলিভিশনের অভিনেত্রীর ঝুলন্ত দেহ, গড়ফায় চাঞ্চল্য]

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটা টি-টোয়েন্টি এবং পরবর্তীতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টো টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন ধাওয়ান কিংবা হার্দিকের মধ্যে কোনও একজন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই আগামী সাতটা টি-টোয়েন্টি ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রাখা হচ্ছে। যাতে আগামী জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে নামার সময় রোহিত-বিরাট-বুমরাহদের কোনও ক্লান্তি না থাকে।

Advertisement

তবে সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা বা দীপক চাহার- এঁরা কেউ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নামতে পারবেন না। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড়রা খেলবেন। সঞ্জু স্যামসনও থাকতে পারেন টিমে। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণর থাকার সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: মদ খেয়ে খেলতে নামা থেকে মাঙ্কি গেট, অ্যান্ড্রু সাইমন্ডসের জীবন ছিল বিতর্কিত ও বিচিত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ