Advertisement
Advertisement

ICC ODI World Cup 2023, Rohit Sharma: কীভাবে ফের সর্বোচ্চ স্কোরার হতে পারেন রোহিত? টিপস দিলেন বীরু

ফর্মের তুঙ্গে আছেন রোহিত।

Virender Sehwag tips Rohit Sharma to be the highest run getter in ODI World Cup 2023। Sangbad Pratidin

রোহিতকেই ভোট দিলেন বীরেন্দ্র শেহওয়াগ।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 26, 2023 11:57 am
  • Updated:August 26, 2023 11:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের বিশ্বকাপের (ICC ODI World Cup 2019) স্মৃতি কি ফিরিয়ে আনতে পারবেন রোহিত শর্মা (Rohit Sharma)? সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক নিজেও ব্যাপারটা নিয়ে অবগত। গত কাপ যুদ্ধে ৯ ম্যাচের ৯ ইনিংসে সর্বাধিক ৬৪৮ রান করেছিলেন ‘হিটম্যান’। ৮১ গড় ও ৯৮.৩৩ স্ট্রাইক রেট রেখে করেছিলেন ৫টি শতরান ও ১টি অর্ধ শতরান। আর তাই এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) শুরু হওয়ার আগে রোহিতের এবার চার বছর স্মৃতিতে ফিরে গেলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।

রোহিতকে টিপস দিয়ে বীরু বলেন, “দেখুন প্রথম ব্যাপার হল এবার ভারতের মাটিতে বিশ্বকাপ হচ্ছে। এখানে ব্যাটাররা অনেক সুবিধা পাবে। বিশেষ ভাবে ওপেনাররা বড় রান করার অনেক সুযোগ পাবে। সেদিক থেকে এবারও রোহিতের কাছে সেরা পারফর্মার হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আমার মতে অনেকেই এবার ভাল পারফর্ম করতে পারে। তবে আমার ভোট কিন্তু রোহিতের দিকেই থাকবে।”

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয়বার বাবা হলেন যুবরাজ সিং, ইনস্টাগ্রামে পোস্ট করলেন সদ্যোজাতের ছবিও]

জশ বাটলার, বাবর আজম, বিরাট কোহলির মতো একাধিক মহাতারকা ব্যাটার এবার বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন। কিন্তু ‘নজফগড়ের নবাব’ কেন রোহিতকে এগিয়ে রাখলেন? শেহওয়াগ যোগ করলেন, “বিশ্বকাপ বলেই রোহিতকে এগিয়ে রাখছি। কারণ কাপ যুদ্ধের মতো বড় মঞ্চে রোহিত সবসময় জ্বলে ওঠে। আর এবার তো রোহিত ভারতের অধিনায়ক। তাই রোহিতকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে দেখলে অবাক হব না।”

Advertisement

চলতি বছর সব ফরম্যাট মিলিয়ে মোট ১৬ ম্যাচে রোহিতের রান ৯২৩। গড় ৪৮.৫৭। এহেন রোহিত বিশ্বকাপের আগে এশিয়া কাপ ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবেন। সেই দুই মেগা ইভেন্টে রোহিত নিজেকে কীভাবে মেলে ধরেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: ম্যাচপিছু ৪.২ কোটি টাকার লক্ষ্মীলাভ, নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা বিসিসিআইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ