Advertisement
Advertisement
Virat Kohli

‘বহুদিন কথা বলেনি’, প্রিয় বন্ধু এবিকে কেন উপেক্ষা করতেন বিরাট? জবাব দিলেন ডি’ভিলিয়ার্স

আইপিএল শিরোপা জয় মিলিয়ে দিয়েছে দুই তারকাকে!

'We haven't spoken in a long time', why did Virat ignore his dear friend ABD?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 15, 2025 7:57 pm
  • Updated:June 15, 2025 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর অপেক্ষার পর পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফাইনাল শুরুর কিছুক্ষণ আগে আহমেদাবাদের স্টেডিয়ামে দেখা হয় বিরাট কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্সের। তাঁরা একে অপরকে জড়িয়েও ধরেন। তখনই বোঝা গিয়েছিল দুই ‘বন্ধু’র মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়েছে। অথচ ব্যাপারটা এতটা ‘সহজ’ ছিল না। ডি’ভিলিয়ার্স ব্জানিয়েছেন, একটা সময় কোহলি তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এহেন ভুল বোঝাবুঝির কারণই বা কী?

Advertisement

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ছুটি নিয়েছিলেন কোহলি। শোনা গিয়েছিল, তৃতীয় টেস্ট থেকে দলে যোগ দিতে পারেন তিনি। এই পরিস্থিতিতে আচমকাই ডি’ভিলিয়ার্স বলে বসেন, বাবা হতে চলেছেন বলে ইংল্যান্ড সিরিজ খেলছেন না বিরাট। অন্যদিকে বিসিসিআই জানায়, অনেক আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলেন বিরাট। ফলে তাঁর এই টেস্ট সিরিজ খেলা নিয়ে ধোঁয়াশা রয়েই যায়। আর এই ধোঁয়াশার মধ্যেই বিরাটের বাবা হওয়ার ইঙ্গিত দিয়ে বসেন এবি। এ নিয়ে প্রবল সমালোচনার মুখেও পড়তে হতে হয় তাঁকে। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নেন তিনি।

ব্যাপারটা মোটেও ভালোভাবে নেননি বিরাট। এক ক্রিকেট ওয়েবসাইটকে ডি’ভিলিয়ার্স বলেন, “বহুদিন ও আমার সঙ্গে কথা বলেনি। আমাকে একপ্রকার উপেক্ষাই করত। তবে, এ বছরের শুরুতে বিরাট আবার আমার সঙ্গে কথা বলতে শুরু করে। এতে আমি খুব খুশি হয়েছিলাম। আসলে আমরা তো একই নৌকার সওয়ারি। তাই কোহলি কথা বলায় স্বস্তি পেয়েছিলাম।”

তাঁর সংযোজন, “জানি যে আমাদের সম্পর্ক কিছুটা জটিলতার মধ্য দিয়ে গিয়েছে। তবে আমরা ভুল বোঝাবুঝি দূর করতে চেয়েছিলাম। সেই কারণে আমরা আবার এক জায়গায়। গত ছ’মাস ধরে ওর সঙ্গে বহুবার যোগাযোগ হয়েছে।” যদিও প্রোটিয়া তারকা এই ভুলের ক্ষমা চেয়ে নিয়েছিলেন এক বছর আগেই। সেই সময় তিনি বলেছিলেন, “আমি ভুল করেছি। ইউটিউবের শো-তে একটা ভুয়ো খবর দিয়েছি। সেই খবরের কোনও সত্যতা নেই। আমি শুধু কোহলির ভালো চাই। আমার বিশ্বাস, গোটা দুনিয়াও তাই চায়। ও যে কারণেই ক্রিকেট থেকে বিরতি নিয়ে থাক না কেন, আশা করছি ও ভালো আছে। আমি চাইব, আরও শক্তিশালী হয়ে ও ফিরে আসুক।” সেই কারণেই হয়তো ‘পুরানো সেই দিনের কথা’ মনে কথা মনে রাখেননি বিরাট। আর বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার পর মিলে গিয়েছেন দুই তারকা। করেছেন একসঙ্গে ট্রফি জয়ের সেলিব্রেশনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement