ফের একবার আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৪২ হলেও একইরকম ফিট মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর কাছে ফিটনেসই শেষ কথা। সেই ব্যাপারটা ফের সামনে চলে এল। কারণ টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের ফিটনেস প্রেমের কথা আরও একবার জানা গেল। সেই তথ্য এবার সামনে আনলেন আফগানিস্তানের (Afghanistan) প্রাক্তন অধিনায়ক মহম্মদ আসগর আফগান (Mohammad Asghar Afghan)।
আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আসগর আফগান বলেন, “২০১৮ সালে এশিয়া কাপের ম্যাচ খেলার পর ধোনির সঙ্গে কথা বলেছিলাম। মহম্মদ শাহজাদকে নিয়ে কথা হয়েছিল। ধোনিকে বলেছিলাম যে, শাহজাদ আইপিএল (IPL) খেলতে চায়। ধোনি বলেছিল, শাহজাদের বিরাট ভুঁড়ি রয়েছে। ও ২০ কেজি ওজন কমাতে পারলে, চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) নিয়ে নেব। তবে শাহজাদ আইপিএল খেলতে পারেনি। কারণ সেবার আরও ৫ কেজি ওজন বাড়িয়ে শাহজাদ দেশে ফিরেছিল।”
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আসগরের অভিষেক হয়। ১২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১১৪টি একদিনের ম্যাচ, ৭৫টি টি-টোয়েন্টি এবং ৬টি টেস্ট খেলেছিলেন। টেস্ট এবং এক দিনের ক্রিকেটে একটি করে শতরান করেছিলেন আসগর। আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৪৬ রান করেছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.