BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

করমণ্ডলে দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সহমর্মিতা, WTC ফাইনালে কালো আর্মব্যান্ড পরে নামবে ভারত

Published by: Subhajit Mandal |    Posted: June 7, 2023 2:32 pm|    Updated: June 7, 2023 3:06 pm

WTC Final: Indian team to wear black armbands | Sangbad Pratidin

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, লন্ডন: দিন কয়েক আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে ওড়িশায়। বাহানাগা বাজার স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে প্রাণ গিয়েছে ২৮৮ জনের। সেই মর্মান্তিক দুর্ঘটনার রেশ এবার পড়তে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Champuionship Final)। ওড়িশার মর্মান্তিক দুর্ঘটনার কবলে যাঁরা পড়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাতে বুধবার রোহিতরা নামবেন কালো আর্মব্যান্ড পরে।

ওড়িশার মর্মান্তিক দুর্ঘটনা যখন ঘটে, রোহিতরা (Rohit Sharma) তখন বিলেতেই। ক্রিকেট সাধনায় মগ্ন। দেশের মাটিতে এই ভয়াবহ বিপর্যয়ের খবর ভারতীয় শিবিরে পৌঁছানোর পর ব্যস্ততার মাঝেও হয়তো মন খারাপ হয়েছিল রোহিতদের। শোকপ্রকাশ করেছিলেন বিরাটরা। এবার খেলার মাঠেও দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সহমর্মিতা দেখাবে ভারতীয় দল। ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতাও পালন করা হবে।

[আরও পড়ুন: জলের দিকে তাকালেই মনে হচ্ছে রক্ত! মানসিক ‘ট্রমায়’ করমণ্ডলের বহু উদ্ধারকারী]

ওভালে (Oval) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবং প্রত্যাশিতভাবেই প্রথম একাদশে ৪ পেসার নিয়ে নামছে ভারতীয় শিবির।  অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। উইকেটরক্ষক হিসাবেও ঈশান কিষানকে বাইরে রেখে কোনা ভরতকে দলে নেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: করমণ্ডল বিভীষিকার মাঝেই এবার দুর্ঘটনা মধ্যপ্রদেশে, লাইনচ্যুত তেলবাহী মালগাড়ি]

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। 

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে