সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক যুবরাজের বাবা যোগরাজ সিং। এবার তাঁর আক্রমণের মুখে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনেই কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর তাঁদের এই আচমকা অবসর নিয়েই ক্ষুব্ধ যুবির বাবা। দুজনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শুভমান গিল। যিনি কি না যুবরাজের ছাত্রও।
যোগরাজের বক্তব্য, “বিরাট আর রোহিতের টেস্ট থেকে অবসর নেওয়া ঠিক হয়নি। আমি রোহিতকে বলেছিলাম ভোর পাঁচটায় ওঠো, নিজেকে ফিট রাখতে ২০ কিলোমিটার দৌড়োও। বিরাট আর রোহিত আরও পাঁচবছর টেস্ট ক্রিকেট খেলতে পারত। ওদের খেলা উচিত ছিল।” রোহিত-বিরাটের টেস্ট অবসর নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। পরে ফের নতুন বিতর্ক শুরু হয় শুভমান গিলকে টেস্ট অধিনায়ক করায়।
সেই নিয়ে যোগরাজ বলেন, “ওদের দুজনের উচিত ছিল নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়া। ঠিক যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন। কিন্তু ওরা ব্যাটনটা হাতে তুলে দেয়নি। বরং গিলের দিকে ছুড়ে দিয়েছে।” ইংল্যান্ড সিরিজে অগ্নিপরীক্ষা গিলের। যেখানে সহ-অধিনায়ক ঋষভ পন্থ। গম্ভীরের কোচিংয়ে গিল কতটা সফল হবেন, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন আছে দেশের ক্রিকেটভক্তদের মধ্যেই।
এমনকী যুবরাজ সিংয়ের অবসর নিয়েও মুখ খুলেছেন যোগরাজ। ২০১৯ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। সেই বিষয়ে যোগরাজ বলেন, “যুবরাজ যখন অবসর নেয়, তখন আমি ওকে কথা দিয়েছিলাম, ভারতের অধিনায়ক বানিয়ে ছাড়ব। অন্য সবাইকে তাড়িয়ে দেব। কিন্তু ও অবসর নিয়ে নেয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.