Advertisement
Advertisement

Breaking News

বিগ বির সঙ্গে দেখা করলেন দীপা কর্মকার

মঙ্গলবারটা তাঁর জীবনে আবার একটা স্মরণীয় দিন হয়ে রইল৷

Dipa Karmakar met Amitabh Bachchan in Mumbai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 8:15 pm
  • Updated:January 11, 2021 5:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও থেকে খালি হাতে ফিরলেও দেশবাসীর মন জয় করে নিয়েছেন দীপা কর্মকার৷ আর তাই ভারতীয় জিমন্যাস্টকে সংবর্ধনায় ভরিয়ে দেওয়ার পালা চলছেই৷ সেই সুবাদেই শচীন তেণ্ডুলকরের সঙ্গে সাক্ষাৎ হওয়াটা দীপার জীবনের অন্যতম সেরা পাওনা ছিল৷ মঙ্গলবারটা তাঁর জীবনে আবার একটা স্মরণীয় দিন হয়ে রইল৷ কারণ এবার বিগ বি-র দেখা পেলেন তিনি৷

চলতি সপ্তাহে মুম্বইয়ে একের পর এক অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হচ্ছে দীপাকে৷ আর তারই মধ্যে গোরেগাঁও দেখা হয়ে গেল অমিতাভ বচ্চনের সঙ্গে৷ শুটিংয়ের ফাঁকে দীপার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলিউড শেহনশা৷ ‘সরকার’ ছবির সুভাষ নাগরের সাজেই আবির্ভাব ঘটেছিল অমিতাভের৷ স্বয়ং বিগ বি-কে দেখে আপ্লুত আগরতলার বাঙালি কন্যা৷ সঙ্গে ছিলেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীও৷ বলিউড সুপারস্টারের সঙ্গে ছবি তোলার সুযোগ এমন হাতছাড়া করেননি ২৩ বছরের দীপা৷

Advertisement

dipa

Advertisement

চলতি বছর রিও ওলিম্পিকে একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয়েছিল দীপার৷ প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে ওলিম্পিকের মঞ্চে জিমন্যাস্টের ফাইনাল ইভেন্টে পৌঁছনোর মাইলস্টোন ছুঁয়েছিলেন তিনি৷ তখনও টুইট করে দীপাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি৷ এদিন সরাসরি তাঁর সঙ্গে দেখা করলেন৷ ওলিম্পিকে কোনও ভারতীয় বিচারক নেই কেন? দীপার সঙ্গীদের কাছ থেকে এ কথা জানতে চান অমিতাভ বচ্চন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ