Advertisement
Advertisement

প্রোদুনোভা নয়, নতুন একটি ভল্ট প্র‌্যাকটিস করছেন দীপা

কিন্তু কেন?

Dipa Karmakar tries her hand at a new gymnastic vault

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 31, 2018 9:23 pm
  • Updated:March 31, 2018 9:23 pm

স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের জন্য নতুন ভল্ট প্র‌্যাকটিস করছেন দীপা কর্মকার। শনিবার বেঙ্গল বেসবল অ্যাসোসিয়েশনের ট্যালেন্ট হান্টের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা জানিয়ে গেলেন ওলিম্পিকে চতুর্থ স্থানাধিকারী ভারতীয় তারকা জিমন্যাস্ট। তাঁর কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন এশিয়ান গেমসে ভাল পারফর্ম করার লক্ষ্যে দীপা চার সপ্তাহের জন্য মস্কোতে প্রশিক্ষণ নিতে যাবেন।

[সন্তোষ ট্রফির ফাইনালে দর্শকদের যুবভারতীতে আসার অনুরোধ ক্রীড়ামন্ত্রীর]

এশিয়ান গেমসকে সামনে রেখেই নিজের প্রস্তুতি শুরু করেছেন সদ্য চোট সারিয়ে ফেরা দীপা। কমনওয়েলথ গেমসে চোটের কারণে অংশ নেননি। এই মুহূর্তে তিনি তাঁর বিখ্যাত ভল্ট প্রোদুনোভা প্র‌্যাকটিস করছেন না। এদিন বেঙ্গল বেসবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডার দীপাকে সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এখন প্রোদুনোভা প্র‌্যাকটিস করছি না। নতুন একটা ভল্ট অনুশীলন করছি। তবে কী ভল্ট প্র‌্যাকটিস করছি, সেটা এখন বলব না। সেটা সারপ্রাইজ থাক। যখন করব, তখন সবাই দেখতে পাবেন। তবে স্যর যা বলবেন তাই হবে।” ফিরে আসার জন্য মনোবিদের সঙ্গে কথা বলেছেন দীপা। ২০১৭ সালে বিভিন্ন জিম্যানস্টিক্স টুর্নামেন্টের ভিডিও দেখছেন মনোবল বাড়ানোর জন্য। তাঁর বক্তব্য, “চোটের কারণে দীর্ঘদিন বাইরে ছিলাম। ফলে ফিরে আসাটা সহজ নয়। এই মুহূর্তে আমি বেসিক ক্লিয়ার করছি। স্যর বিভিন্ন ভিডিও দেখিয়েছেন। চেষ্টা করব নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার। ভারতের জাতীয় পতাকা আরও উঁচুতে তুলে ধরাই লক্ষ্য।” নিজে না থাকলেও তাঁর আশা এবারের কমনওয়েলথ গেমসে ভারতের পারফরম্যান্স ভালই হবে।

Advertisement

[সুপার কাপের আগে দুর্ঘটনার কবলে মোহনবাগানের টিম বাস]

কোচ বিশ্বেশ্বর নন্দীও জানালেন, দীপাকে নতুন একটা ভল্ট শেখাচ্ছেন। বলেন, “এই মুহূর্তে প্রোদুনোভা নয়। বেসিকে ভল্ট করছে দীপা। তবে এখন না হলেও ভবিষ্যতে প্রোদুনোভা ট্রেনিংয়ে থাকবে। কমনওয়েলথের থেকে এশিয়ান গেমস অনেক শক্ত টুর্নামেন্ট। সেখানে চিন-জাপানের প্রতিযোগীরা রয়েছে। আমরা মস্কোকে সামনের মে-তে ট্রেনিং নিতে যাব।” এবারের কমনওয়েলথ গেমসে বাংলা থেকে প্রণতি নায়েক এবং প্রণতি দাস অংশ নিচ্ছেন। তাঁদের পারফরম্যান্স নিয়ে আশাবাদী বিশ্বেশ্বর। তবে পদক আসবে কি না, তা নিয়ে কিছু বলতে চাইলেন না।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ