Advertisement
Advertisement

Breaking News

Abhishek with Ronaldinho

Abhishek with Ronaldinho: বাটানগরে রোনাল্ডিনহো, অভিষেকের সঙ্গে বসে দেখলেন ফুটবল ম্যাচ

ডায়মন্ড হারবার ও শ্রীভূমি স্পোর্টিংয়ের ফুটবল ম্যাচ দেখেন রোনাল্ডিনহো।

Abhishek with Ronaldinho: Brazilian star meets TMC leader at Batanagar
Published by: Krishanu Mazumder
  • Posted:October 17, 2023 7:22 pm
  • Updated:October 17, 2023 8:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো (Ronaldinho) এলেন, দেখলেন আর জয় করে নিলেন! বাটানগরে বিশ্বজয়ী ব্রাজিল দলের সদস্য রোনাল্ডিনহো এলেন। দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek with Ronaldinho) সঙ্গে। মঞ্চে পাশে বসে উপভোগ করলেন ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ম্যাচ।

রোনাল্ডিনহোর হাতে তুলে দেওয়া হয় তাঁর নাম লেখা জার্সি। পুজোর মরশুমে কলকাতায় পা রেখেছেন তিনি। এদিন বাটানগরে তাঁর হাতে ছোট আকারের দুর্গা স্মারক হিসেবে তুলে দেওয়া হয়। রোনাল্ডিনহোর সামনেই ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ হয়। ম্যাচ শুরু হওয়ার আগে দুদলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন রোনাল্ডিনহো। তাঁকে সামনে পেয়ে সইয়ের আবদার করেন অনেকে। রোনাল্ডিনহোও নিরাশ করেননি তাঁদের। সই দেন তাঁর ভক্তদের।  

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘পাকিস্তানের থেকে ভারত অনেক এগিয়ে, বুমরাহ-শাহিনের মধ্যে আকাশ-পাতাল তফাৎ!’, গম্ভীরের বিস্ফোরণ]

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলীয় সুপারস্টার। মুখ্যমন্ত্রীর বাসভবনে সোমবার দুপুর ৩.৪৭ মিনিটে উপস্থিত হন বিশ্বজয়ী ব্রাজিল দলের সদস্য। ছিলেন বিকেল ৪.০৭ মিনিট পর্যন্ত। রোনাল্ডিনহোর জন্য বাড়ির বাইরেই অপেক্ষারত ছিলেন মমতা (Ronaldinho meets Mamata)। রোনাল্ডিনহো উপস্থিত হতেই মুখ্যমন্ত্রী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রোনাল্ডিনহোকে। ব্রাজিলীয় মহাতারকার হাতে তুলে দেন ফুটবল। সেই সময়ে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী–অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং সুজিত বসু। সেখানে ছিলেন তিন প্রধানের প্রতিনিধিরাও। রোনাল্ডিনহোও মুখ্যমন্ত্রীকে স্মারক হিসেবে উপহার দেন ব্রাজিলের জার্সি।  

[আরও পড়ুন: ভরা স্টেডিয়ামে বিরাটকে ‘আই লাভ ইউ’ বলে প্রোপজ করে দিলেন অরিজিৎ! দেখুন ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement