Advertisement
Advertisement
IFA

কলকাতা ফুটবলে চিনের বেটিং চক্রের ছায়া! সতর্ক করে চিঠি ফেডারেশনের

ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়ে মেইল করা হচ্ছে চিন থেকে।

AIFF alerts IFA about china connection in Kolkata football match fixing

কলকাতা ফুটবলে কুনজর চিনের।

Published by: Arpan Das
  • Posted:April 5, 2024 10:06 pm
  • Updated:April 5, 2024 10:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ গড়াপেটার আশঙ্কায় শোরগোল কলকাতা ফুটবলে। তবে বিষয়টি দেশের মধ্যে থেমে নেই। সেটা এবার আন্তর্জাতিক পর্যায়ে। কারণ চিনের বেটিং চক্রের নজর পড়েছে দেশের ফুটবলে। সেই মর্মে বাংলা ফুটবল সংস্থাকে (IFA) সতর্কবার্তা পাঠিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)।

ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বেটিং চক্র নিয়ে সাবধান করা হয়েছে। যেখানে বলা হয়েছে, চিন থেকে স্যাম নামের এক জুয়াড়ি বিভিন্ন ক্লাবকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাঠাচ্ছে। শুধু কলকাতার ক্লাবগুলি নয়, ভারতের অন্যান্য প্রান্তের ক্লাবগুলোতেও লোভনীয় প্রস্তাব দিয়ে মেল করা হচ্ছে। সেই সঙ্গে একটা ফোন নম্বরও থাকছে। যার মাধ্যমে বেটিংয়ে যুক্ত হতে পারে আগ্রহী ক্লাবগুলো।

Advertisement

[আরও পড়ুন: অনুশীলনে অনুপস্থিত হাবাস, পাঞ্জাব ম্যাচে কি ফিরবেন স্প্যানিশ কোচ?]

সেই বিষয়ে সতর্ক করা হয়েছে এআইএফএফ থেকে। কোনও ক্লাব এরকম মেইল পেলে যেন উপযুক্ত পদক্ষেপ নেয়, সেটাও জানিয়েছে ফেডারেশন থেকে। ভারতের সব প্রান্তের ফুটবল ক্লাবেই সতর্ক করা হয়েছে। ভারতীয় ফুটবলে বিদেশি বেটিং চক্র সক্রিয় হওয়ার ঘটনা আগে ঘটেনি। সম্প্রতি দিল্লির ফুটবল ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। তার মধ্যেই বিদেশ থেকে জুয়ার প্রস্তাব নিয়ে প্রস্তাবের ঘটনায় উদ্বিগ্ন ফুটবল মহল। আইএফএ থেকে ইতিমধ্যেই নথিভুক্ত ক্লাবগুলোকে সতর্ক করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কে বলল দূরত্ব বাড়ছে রোহিত আর হার্দিকের! আলিঙ্গন দুই তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ