Advertisement
Advertisement
Kalyan Chaubey

এখনই অবনমন প্রক্রিয়ার জন্য তৈরি নয় আইএসএল! কেন এমন মন্তব্য ফেডারেশন সভাপতির?

১০ বছর হয়ে গেলেও অবনমন প্রক্রিয়া চালু হয়নি আইএসএলে।

AIFF President Kalyan Chaubey says ISL not ready for relegation

কল্যাণ চৌবে। ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:April 14, 2024 2:05 pm
  • Updated:April 14, 2024 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধান ফুটবল লিগ আইএসএল (ISL)। মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গলের (East Bengal) মতো শতাব্দী প্রাচীন ক্লাব খেলে এই লিগে। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে পরের মরশুমে দেখা যাবে মহামেডানকেও (Mohammedan)। কিন্তু ১০ বছর হয়ে গেলেও আইএসএলে এখনও অবনমন চালু হয়নি। সামনের মরশুম থেকে অবনমন চালু হওয়ার কথা শোনা যাচ্ছিল। যদিও সর্বভারতীয় ফুটবল ফেডারশনের সভাপতি (AIFF) কল্যাণ চৌবের (Kalyan Chaubey) সাম্প্রতিক বক্তব্যের পর সেই পরিকল্পনা দুরস্ত বলে মনে হচ্ছে।

২০১৯ সালে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের সঙ্গে বৈঠক করে এশিয়ান ফুটবল কনফেডারেশন। সেখানে ভারতীয় ফুটবলের রোডম্যাপ তৈরি করা হয়েছিল। বলা হয়েছিল, ২০২৪-২৫ থেকে অবনমন চালু হতে পারে ইন্ডিয়ান সুপার লিগে। কিন্তু সম্প্রতি কল্যাণ চৌবে স্পষ্ট জানিয়েছেন, সামনের মরশুমে দেশের সর্বোচ্চ লিগে অবনমন চালু করা সম্ভব নয়।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলের মাঝেই ডায়েটকে বিদায়! স্যান্ডউইচ, পিৎজা, আলু চাট, বরফি খাচ্ছেন বিরাট?]

হঠাৎ কেন এই পরিস্থিতি তৈরি হল? এআইএফএফ সভাপতির মতে, “অবনমন নিয়ে কথা বলার মতো জায়গায় আমি নেই। তবে আমি খুশি যে অন্তত প্রমোশন চালু করতে পেরেছি। তবে এটাও ঠিক যে, যদি কোনও ফ্র্যাঞ্চাইজি অবনমনে চলে যায়, তাহলে আইলিগে খেলার মতো মানসিকতা তাদের থাকবে না।” তাঁর কথাতেই পরিষ্কার যে, আগামী মরশুমে অবনমন চালু হওয়ার কোনও সম্ভাবনা নেই। দেশের সর্বোচ্চ লিগের ফরম্যাট নিয়ে যে তাঁরা এখনও দোলাচলে রয়েছেন, সে কথাও স্পষ্ট হল।

Advertisement

[আরও পড়ুন: লা লিগার সঙ্গে ঐতিহাসিক গাঁটছড়া ভবানীপুর এফসির, স্প্যানিশ ঘরানার পাঠ পাবে বাংলার খুদেরা]

এই অবস্থার কারণ নিয়েও কথা বলেছেন কল্যাণ চৌবে। তিনি বলেন, “আইএসলের ফ্র্যাঞ্চাইজি গুলো প্রচুর পরিণামে অর্থ বিনিয়োগ করে থাকে। কারণ তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবে। ফলে আইএসএলে অবনমন প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। অন্তত যতক্ষণ না আই লিগের মান আরও উঁচুতে না ওঠে। তাই আরও কিছুটা সময় লাগবে এটা চালু করতে। দুটো লিগের মধ্যে মানের ব্যবধান থাকা দরকার।” ফলে দেশের সর্বোচ্চ লিগে অবনমন চালুর পরিকল্পনা এখন বিশ বাঁও জলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ