Advertisement
Advertisement

ভরতি যুবভারতীতে আপত্তি নেই সরকারের, এটিকে মোহনবাগান চায় অর্ধেক গ্যালারি

৩৩ হাজার দর্শক ম্যাচ দেখতে পারবেন।মোহনবাগান সদস্যদের জন্য থাকবে ১০ হাজার টিকিট।

Allow half gallery full of people, urges ATK Mohun Bagan | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:April 8, 2022 6:06 pm
  • Updated:April 8, 2022 10:31 pm

স্টাফ রিপোর্টার: যুবভারতী ভরতি দর্শক নিয়ে রাজ্য ক্রীড়াদফতরের কোনও আপত্তি নেই। কিন্তু এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কর্তৃপক্ষ চাইছে না, ১২ এপ্রিল শ্রীলঙ্কার ব্লুস্টারের (Blue Star SC) বিরুদ্ধে একশো শতাংশ দর্শক নিয়ে ম্যাচের আয়োজন করতে। সেই জায়গায় পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করতে চাইছে তারা।

দু’বছর জৈব বলয়ের মধ্যে ম্যাচ খেলার পর মঙ্গলবার প্রথম দর্শকদের সামনে ম্যাচ খেলতে নামবেন রয় কৃষ্ণরা। এএফসি কাপে (AFC Cup) মঙ্গলবার এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ শ্রীলঙ্কার ব্লুস্টার এফসি। দু’বছর পর ঘরের মাঠে প্রিয় তারকাদের খেলা দেখার জন্য সবুজ—মেরুন সমর্থকরা চাইছেন, ১২ এপ্রিল এএফসি কাপের ম্যাচে যুবভারতী ভরিয়ে দিতে। কিন্তু এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ ঠিক করেছে, সেদিন মাত্র হাজার ৩০ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রথম ম্যাচের পরিস্থিতি বুঝে এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে একশো শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: আকস্মিক প্রয়াণ তিন প্রধানে খেলা চিবুজোরের, শোকের ছায়া কলকাতা ময়দানে]

গত দু’মরশুম ধরে জৈব বলয়ের মধ্যে গোয়ায় আইএসএলের ম্যাচ হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে সংগঠক হিসেবে ম্যাচের আয়োজন করেনি এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। যে কারণে, ১২ এপ্রিল এএফসি কাপের ম্যাচের আয়োজন দেখেশুনে করতে চাইছে তারা।

Advertisement

যুবভারতীতে দর্শক প্রবেশের অনুমতি চাইলে, রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এএফসি কাপের ম্যাচে এটিকে মোহনবাগান যদি একশো শতাংশ দর্শক নিয়ে ম্যাচের আয়োজন করতে চায়, রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। কত দর্শক মাঠে ঢুকবে, সেটা এটিকে মোহনবাগানের উপর ছেড়ে দেওয়া হয়েছে।

অনেকদিন পর ম্যাচ আয়োজন করতে গিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না সংগঠকরা। আর সেই কারণেই শুরুর ম্যাচে পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে শুরু করতে চাইছেন তাঁরা।

মোটামুটি ৩৩ হাজার দর্শক মঙ্গলবার যুবভারতীতে ম্যাচ দেখতে পারবেন। যার মধ্যে মোহনবাগান সদস্যদের জন্য ১০ হাজার টিকিট থাকবে। বাকি টিকিটের মধ্যে ৩০০ আর ৫০০ টাকার টিকিট ইতিমধ্যেই অনলাইনে বিক্রি হয়ে গিয়েছে। অনেকদিন পর ঘরের মাঠে দর্শকদের সামনে খেলবেন বলে সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দোও ভীষণ খুশি। এদিন অনুশীলনের পর বলেন, “যে সমর্থকরা মাঠে খেলা দেখতে আসবেন, তারা কেউ হতাশ হয়ে ফিরবেন না। আশা করছি, সমর্থকরা মাঠে এসে আমাদের উদ্বুদ্ধ করবেন।”

[আরও পড়ুন: ভেঙে পড়েছে অর্থনীতি, কাঁদছে জন্মভূমি, দেশের হাল দেখে চোখে জল শ্রীলঙ্কার ‘বাঙালি’ কোচের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ