Advertisement
Advertisement

ভবানীপুরের কাছেও লজ্জার হার, কলকাতা লিগে এখনও জয় অধরা ইস্টবেঙ্গলের

কলকাতা লিগে দু' নম্বরে উঠে এল ভবানীপুর।

Bhawanipore beat East Bengal in CFL | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 26, 2022 4:36 pm
  • Updated:October 26, 2022 5:00 pm

ভবানীপুরইস্টবেঙ্গল-০
(জিতেন, ক্রিজো)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে আর কবে জিতবে ইস্টবেঙ্গল (East Bengal)? তিন-তিনটি ম্যাচ খেলে ফেলল লাল-হলুদ, অথচ এখনও জয়ের মুখ দেখল না তারা। প্রথম দুটো ম্যাচ ড্রয়ের পরে আজ বুধবার ভবানীপুরের কাছে হেরেই গেল বিনো জর্জের ইস্টবেঙ্গল। খেলার ফল ভবানীপুর ২ ইস্টবেঙ্গল ০। 

Advertisement

ইস্টবেঙ্গলের খেলায় নেই ভেদ্যতা, নেই কোনও বৈচিত্র্য। রিজার্ভ বেঞ্চও তৈরি নয় সেটাই দেখা গেল। উল্টে ভবানীপুর (Bhawanipore) প্রতিটি বিভাগে টেক্কা দিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলকে। রঞ্জন চৌধুরীর দলে রয়েছেন কিংশুক দেবনাথের মতো অভিজ্ঞ ফুটবলার। আই লিগ খেলা ক্রিজো। রিয়েল কাশ্মীরের হয়ে খেলা ক্রিজো এদিন গোল করেন ভবানীপুরের হয়ে। ক্রিজো গোলটি করেন খেলার দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে অবশ্য জিতেন মুর্মুর গোলে এগিয়ে গিয়েছিল ভবানীপুর। ক্রিজো ব্যবধান বাড়িয়ে ২-০ করেন। এদিন ইস্টবেঙ্গলকে মাটি ধরানোয় এরিয়ান্সকে টপকে কলকাতা লিগে দ্বিতীয় স্থানে উঠে এল ভবানীপুর। কলকাতা লিগ টেবিলের (CFL) শীর্ষ স্থানে রয়েছে মহামেডান স্পোর্টিং। ফলে লিগ জেতার দৌড়ে কিন্তু রয়ে গিয়েছে ভবানীপুরও। অন্যদিকে ইস্টবেঙ্গল লিগ জেতার দৌড়ে নেই এখনই তা বলে দেওয়াই যায়।

Advertisement

[আরও পড়ুন: ক্রিকেটের জয়! বিদ্বেষ ভুলে একসঙ্গে নাচ অজস্র ভারত-পাক সমর্থকের, ভাইরাল ভিডিও]

 

কলকাতা লিগের প্রথম পর্বে দুরন্ত পারফরম্যান্স করে সুপার সিক্সে ওঠে ভবানীপুর। উইলিস প্লাজা চোট থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। সুপার সিক্সে মহামেডান স্পোর্টিংয়ের কাছে হেরে গিয়েছিল রঞ্জন চৌধুরীর ছেলেরা। কিন্তু আগের ম্যাচে খিদিরপুরকে উড়িয়ে দেয় ভবানীপুর। সেই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে এদিন মাঠে নামে ভবানীপুর। বিনো জর্জের ইস্টবেঙ্গলকে দাঁড়াতেই দিল না রঞ্জন চৌধুরীর ছেলেরা। কেরলকে সন্তোষ ট্রফি এনে দেওয়া কোচ বিনো জর্জের হাতে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল। তিনটি ম্যাচ খেলে ফেললেও ইস্টবেঙ্গলের খেলায় কোনও উন্নতিই নেই।   

চলতি মাসের ২৯ তারিখ আইএসএলের ডার্বি। মেগা টুর্নামেন্টের শুরুটা ভাল হয়নি ইস্টবেঙ্গলের। আইএসএলে অবশ্য লাল-হলুদের দায়িত্বে স্টিফেন কনস্ট্যানটাইন। শেষ ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটডের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে কনস্ট্যানটাইনের ছেলেরা। এই মরশুমের আইএসএলে প্রথম জয় পায় ইস্টবেঙ্গল। কিন্তু কলকাতা লিগে নজর কাড়তে ব্যর্থ শতবর্ষ পেরনো ক্লাব। 

 

[আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংসের পুরস্কার, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ফের প্রথম দশে বিরা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ