Advertisement
Advertisement
CFL 2023

CFL 2023: নিয়মরক্ষার ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে ডায়মন্ড হারবার

দ্বিতীয়স্থানে থাকবে ইস্টবেঙ্গল?

CFL 2023: East Bengal will face Diamond Harbour FC in Kolkata League

জয়ের জন্য মুখিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 30, 2023 9:48 am
  • Updated:October 30, 2023 2:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিং। তবে সুপার সিক্সের বেশ কিছু ম্যাচ এখনও বাকি। সোমবার অর্থাৎ ৩০ অক্টোবর সুপার সিক্সের নিয়মরক্ষার ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব ও ডায়মন্ড হারবার এফসি। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও দ্বিতীয় স্থানের লড়াইয়ে এখনও রয়েছে ইস্টবেঙ্গল, ডায়মন্ডহারবার দু’দলই।

এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, “কলকাতা লিগে আমাদের তিনটি ম্যাচ বাকি আছে। এই তিন ম্যাচ জিতে যতটা ভালো করা যায় তারই চেষ্টা করছি। গ্রুপ লিগে আমরা দারুণ করলেও শেষ পর্যন্ত লিগ জিততে পারিনি। তবে কলকাতা লিগ থেকে বেশ কিছু ইতিবাচক বিষয় আমরা দেখতে পেরেছি। বিশেষ করে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে চিহ্ণিত করতে পারা গিয়েছে, যারা আগামী দিনে ভালো ফুটবলার হতে পারে।”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপজয়ী থেকে ফুটবলের ‘ব্যাড বয়’! সব বিতর্ক পেরিয়ে ‘ফুটবল রাজপুত্র’, শুধুই এক কিংবদন্তি]

প্রতিপক্ষ সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, “ডায়মন্ডহারবার খুবই শক্তিশালী দল। ওদের সঙ্গে আমরা এর আগেও একটি প্রীতি ম্যাচ খেলেছি। এবার আমাদের লক্ষ্য বাকি ম্যাচগুলো জেতা।” ডায়মন্ড হারবারের সুপ্রিয় পণ্ডিত চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত।

[আরও পড়ুন: সত্তর হাজার ‘কোহলি’র সামনে বিরাট-জন্মদিন উদযাপন ইডেনে]

কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি 

ইস্টবেঙ্গল মাঠ- ২:৩০ মিনিট 

সরাসরি সম্প্রচার – ইনস্পোর্টস ডট-টিভিতে 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement