Advertisement
Advertisement

Breaking News

কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত, খিদিরপুরের বিরুদ্ধেও তিন পয়েন্ট ইস্টবেঙ্গলের

গ্রুপের শীর্ষে লাল হলুদ ব্রিগেড।

East Bengal beats Kidderpore by 2-0 in Kolkata League match | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 20, 2023 5:22 pm
  • Updated:July 20, 2023 5:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে (Kolkata League) ফের জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। বৃহস্পতিবার খিদিরপুরের (Kidderpore) বিরুদ্ধে ২-০ গোলে জয় লাল হলুদ ব্রিগেডের। কার্ড, চোট সমস্যা, খারাপ ফর্ম-একাধিক সমস্যা নিয়েও খিদিরপুরের বিরুদ্ধে সফল হলেন বিনো জর্জের ছাত্ররা। তুহিন দাস ও আমনের গোলে তিন পয়েন্ট নিয়ে ফিরল ইস্টবেঙ্গল। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কলকাতা লিগে গ্রুপের শীর্ষেও উঠে এল লাল-হলুদ ব্রিগেড। 

গত ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ৪-২ গোলে জিতলেও ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে সমস্যা ছিল। তাই বাধ্য হয়েই সিনিয়র দলের খেলোয়াড়দের নামাতে হয় কলকাতা লিগের ম্যাচে। মহম্মদ রাকিপ, তুহিন দাস ও গুরসিমরত সিং গিল- তিনজনই এদিনের ম্যাচের শুরু থেকে খেলতে নামেন। 

Advertisement

[আরও পড়ুন: স্মরণে অঞ্জন মিত্র, প্রাক্তন মোহন সচিবের জন্মদিনে উপস্থিত ‘মোহনবাগান রত্ন’রা]

ম্যাচের ৩৩ মিনিটেই দলকে এগিয়ে দেন তুহিন দাস। তারপরে একাধিকবার চেষ্টা করলেও আর গোল করতে পারেনি লাল হলুদ ব্রিগেড। হাফটাইমের পরে খিদিরপুরের খেলোয়াড়রা গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। তবে কোনও মতে সেই আক্রমণের ঝড় সামলে দেয় ইস্টবেঙ্গল রক্ষণ। একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে ফের গোল লাল হলুদের। আমনের গোলে জয়ের ব্যবধান আরও বাড়ে। ফলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। আপাতত কলকাতা লিগের গ্রুপ বি’তে শীর্ষে রয়েছে লাল হলুদ ব্রিগেড।  

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের প্রোমোয় ‘স্বপ্ন দেখালেন’ শাহরুখ, হাজির শুভমান-সহ একঝাঁক তারকা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ