Advertisement
Advertisement

Breaking News

ইস্টবেঙ্গল

কড়া নিরাপত্তার মধ্যে আজ আই লিগের লড়াই, ইস্টবেঙ্গলের জন্য গলা ফাটাবেন মোহনবাগানিরা

গত ছ’টা ঘরোয়া ম্যাচে মাত্র একটাতে হেরেছে কাশ্মীর।

I League 2019-20: East Bengal to face Real Kashmir
Published by: Sulaya Singha
  • Posted:March 9, 2020 12:04 pm
  • Updated:March 9, 2020 3:31 pm

স্টাফ রিপোর্টার: কাজটা কঠিন। মানছেন খাইমে স্যান্টোস কোলাডো। বিশেষ করে ভূস্বর্গের মাটিতে রিয়াল কাশ্মীরকে হারানো আর গুহায় ঢুকে সিংহ বধ করার মধ্যে কোনও তফাৎ নেই। তবু কাশ্মীরকে হারিয়ে লিগ টেবিলের উপরের দিকে ওঠাই লক্ষ্য ইস্টবেঙ্গলের।

সোমবার পুরো বাংলা চেঁচাবে ইস্টবেঙ্গলের হয়ে। দোল উৎসবের দিনে বাঙালির মন রাঙিয়ে দিতে পারে একমাত্র লাল-হলুদের সাফল্য। দলের সাফল্য কামনা করবেন সমর্থকরা এটাই স্বাভাবিক। কিন্তু চিরশত্রু মোহনবাগানিরাও আজ চেঁচাবেন যাতে মারিও বাহিনি জেতে। কারণ? ইস্টবেঙ্গল আজ রিয়াল কাশ্মীরকে হারালে মঙ্গলবার আইজল ম্যাচ জিতে গেলেই মোহনবাগান আই লিগ জয়ের জন্য ফ্ল্যাগ তুলে দিতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় মহিলাদের হারকে কটাক্ষ পাকিস্তানির, মোক্ষম জবাব দিলেন আকাশ চোপড়া]

তবে ‘তুষারি চিতাবাঘ’দের বাগে আনা সহজ কাজ নয়। বিশেষ করে কাশ্মীরে। গত ছ’টা ঘরোয়া ম্যাচে কেবলমাত্র একটাতে হেরেছে। শুধু তাই নয়, প্রতি-আক্রমণে প্রতিপক্ষকে ঝাঁঝরা করে দেয় তারা। সেই সঙ্গে সেট-পিসে তারা খুব মারাত্মক। তাই রিয়াল কাশ্মীরের মাসুন রবার্টসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আগের তুলনায় এখন আমাদের দলের শক্তি অনেক বেড়ে গিয়েছে। নাহলে গত ছ’টা ম্যাচের মধ্যে পাঁচটায় সফল হতাম না। তাছাড়া আমরা ঘরের মাঠে খেলব। পুরো দল প্রচুর দৌড়চ্ছে।” রিয়াল আজ টিআরসি মাঠে সফল হলে গ্রুপ লিগ টেবিলের দ্বিতীয় স্থানে চলে আসতে পারবে।

Advertisement

ইস্টবেঙ্গলের লক্ষ্য অবশ্য একটাই, জিতে হারানো মনোবল ফিরিয়ে আনা। “ধীরে ধীরে আমরা হারানো মনোবল ফিরে পাচ্ছি। এখন একটাই লক্ষ্য, এভাবেই বাকি ম্যাচগুলো খেলে যাওয়া। জানি রিয়ালকে হারানো সহজ কাজ নয়। তারা ঘরের মাঠে খেলুক কিংবা বাইরের মাঠে, সবক্ষেত্রে তারা বিপজ্জনক।” বলছেন কোলাডো। প্রথম লেগের খেলা ১-১ গোলে শেষ হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে হতে চলা খেলায় শেষ হাসি কি হাসতে পারবে ইস্টবেঙ্গল? প্রশ্ন এখন এটাই।

[আরও পড়ুন: ঘরের মাঠে ফের ধামাকা, বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএলের ফাইনালে এটিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ