স্টাফ রিপোর্টার: শেষ কবে কোনও ইস্যুতে সিদ্ধান্ত নিতে আইএফএতে (IFA) আড়াই ঘণ্টা ধরে মিটিং চলেছে কেউই মনে করতে পারছেন না। তার উপর প্রথম ডিভিশনের দল বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের প্রতিনিধি হিসাবে উপস্থিত স্বয়ং প্রাক্তন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। তাতেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হল না। প্রথম ডিভিশনের ওঠা-নামা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বর্তাল আইএফএ-র গভর্নিং বডির সদস্যদের ওপর। তবে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে ক’টা দল উঠবে তার একটা রূপরেখা এদিনই মোটামুটিভাবে ঠিক হয়ে গিয়েছে। হেভিওয়েট নেতা-মন্ত্রী-সহ ক্লাবগুলির চাপে চারটি দলই প্রথম ডিভিশন থেকে উঠতে চলেছে। সমস্যা শুধু অবনমনের আওতায় কটা দল থাকবে তার সংখ্যা নির্ধারণ নিয়ে।
চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর জন্য এবার প্রথম ডিভিশনের দিকে এমনিতেই বাড়তি নজর রয়েছে সবার। সমস্যাটা হয়েছে দলের ওঠা-নামা নিয়ে। কিছুদিন আগে সিএফএল কমিটির মিটিংয়ে প্রিমিয়ারের এ-বি এক করে দেওয়ার দিনই সিদ্ধান্ত হয় প্রিমিয়ার থেকে চারটি দল নামবে। প্রথম ডিভিশন থেকে দল উঠবে দুটি, নামবে দুটি। এতেই বেঁকে বসেন মদন মিত্র, সুজিত বসু, স্বপন বন্দ্যোপাধ্যায়, স্বরূপ বিশ্বাসের পাশাপাশি প্রথম ডিভিশনের আরও কুড়িটি ক্লাব।
[আরও পড়ুন: হনুমান দেখবেন ‘আদিপুরুষ’! প্রতি শোয়ে একটি টিকিট সংরক্ষিত ‘বজরংবলী’র জন্য]
এদিন তাই আইএফএতে প্রথম ডিভিশনের প্রতিনিধিদের সঙ্গে মিটিংয়ে দলের ওঠানামা নিয়ে রীতিমত টানাপোড়েন শুরু হয়ে যায়। তবে মদন মিত্র আইএফএ সচিব অনির্বাণ দত্তর প্রশংসা করেন প্রথম ডিভিশনে প্রথম একাদশে ছয় জন ভূমিপুত্র রাখার সিদ্ধান্ত নেওয়ার জন্য। প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলির আপত্তিতে এই মরশুমে প্রিমিয়ার ডিভিশনে ভূমিপুত্র খেলানোর নিয়ম চালু হচ্ছে না। অন্য ডিভিশনে অবশ্য ভূমিপুত্র খেলানোর নিয়ম বহাল থাকবে। আইএফএ সচিবকে অনুরোধ করেন, প্রিমিয়ার থেকে যেহেতু চারটি দলের অবনমন হবে তাই প্রথম ডিভিশন থেকেও চারটি দলের ওপরে ওঠা উচিত। ক্লাব প্রতিনিধিরা দাবি জানান ছ’টি দলকে প্রিমিয়ারে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বেঁকে বসেন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।
দু’পক্ষের আলোচনায় ঠিক হয়, চারটি দল প্রথম ডিভিশন থেকে উঠবে প্রিমিয়ারে। অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, “চারটি দল উঠলে চারটি দলের অবনমনও করতে হবে।” এতেই বেঁকে বসেন প্রথম ডিভিশনের ক্লাব প্রতিনিধিরা। দাবি জানান, চারটি দলের ওঠার পাশাপাশি নামাতে হবে দু’টি দলকে। আপত্তি জানান আইএফএ কর্তারা। ক্লাবকর্তারা হিসাব কষে দেখিয়ে দেন কেন প্রথম ডিভিশন থেকে দু’টি দলের অবনমন হওয়া উচিত। যখন কিছুতেই সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না, ঠিক হয়, প্রথম ডিভিশনের ওঠা-নামা নিয়ে দলের সংখ্যা নির্ধারণ করতে সিদ্ধান্ত নেবে আইএফএ-র গভর্নিং বডি। যা কিছুদিনের মধ্যেই ডাকা হবে। মদন মিত্র বলেন, “আইএফএ কর্তাদের প্রতি আমাদের ভরসা আছে।’’
[আরও পড়ুন: সমস্যা মেটার পথে? আলোচনার জন্য কুস্তিগিরদের আমন্ত্রণ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- শেষ কবে কোনও ইস্যুতে সিদ্ধান্ত নিতে আইএফএতে আড়াই ঘণ্টা ধরে মিটিং চলেছে কেউই মনে করতে পারছেন না।
- তাতেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হল না। প্রথম ডিভিশনের ওঠা-নামা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বর্তাল আইএফএ-র গভর্নিং বডির সদস্যদের ওপর।
- তবে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে ক'টা দল উঠবে তার একটা রূপরেখা এদিনই মোটামুটিভাবে ঠিক হয়ে গিয়েছে।