Advertisement
Advertisement
ISL 10

মুম্বই সিটিকে ৩ পয়েন্ট ‘উপহার’ ফেডারেশনের, আইএসএলে আচমকা চাপে মোহনবাগান

মুম্বই বাড়তি দুপয়েন্ট পাওয়ায় আচমকা চাপে পড়ে গেল মোহনবাগান।

ISL 10: Jamshedpur FC have been handed a 3-0 defeat against Mumbai City FC
Published by: Subhajit Mandal
  • Posted:March 20, 2024 5:20 pm
  • Updated:March 20, 2024 5:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে আচমকা চাপ বেড়ে গেল মোহনবাগানের (Mohun Bagan)। সৌজন্যে ফেডারেশন। জামশেদপুরের বিরুদ্ধে বিতর্কিত ম্যাচে পুরো তিন পয়েন্ট পেয়ে গেল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। যার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে মোহনবাগানের থেকে ব্যবধান বাড়িয়ে ফেলল মুম্বইয়ের দলটি।

আসলে গত ৮ মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল মুম্বই। কিন্তু ওই ম্যাচে জামেশেদপুরের বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করার অভিযোগ ওঠে। কী অভিযোগ? ফেডারেশনের (AIFF) নিয়ম অনুযায়ী, আইএসএলের প্রতিটি ম্যাচে খেলা চলাকালীন অন্তত ৭ জন করে ভারতীয় ফুটবলার মাঠে থাকা বাধ্যতামূলক। অর্থাৎ প্রথম একাদশে ৭ জন ভারতীয় থাকবেন, আর চারজন থাকবেন বিদেশি। কিন্তু ৮ মার্চের ম্যাচে জামশেদপুর পুরো সময় মাঠে ৭ জন ভারতীয় ফুটবলার মাঠে রাখেনি। অভিযোগ ৮৭ মিনিটের পর মাঠে ছিলেন ৬ জন ভারতীয় ফুটবলার।

Advertisement

[আরও পড়ুন: বিকল্প নেই, বিশ্বকাপের বাছাই পর্বে সুনীলের দিকেই তাকিয়ে ইগর স্টিমাচ]

দেখা যায়, ৮৭ মিনিটে এক জন বেশি বিদেশি ফুটবলার নামিয়ে দেন জামশেদপুর কোচ। সেই সময় জামশেদপুরের ছ’জন দেশি ফুটবলার মাঠে ছিলেন। সেই ম্যাচের ফলাফল ছিল ১-১। কিন্তু পরে ওই ম্যাচ নিয়ে তদন্ত শুরু হয়। নিয়ম ভাঙার কথা মেনে নেয় জামশেদপুর এফসিও (Jamshedpur FC)। শেষে জামশেদপুরের সেই নিয়ম ভাঙার সুবিধা পেল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। ওই ম্যাচের ফলাফল বদলে মুম্বইয়ের পক্ষে ৩-০ করে দিল ফেডারেশন। মুম্বই ওই ম্যাচে পেয়েছিল ১ পয়েন্ট। এবার সেটা পরিবর্তিত হল ৩ পয়েন্টে। অর্থাৎ অতিরিক্ত ২ পয়েন্ট পেয়ে গেল লিগ শীর্ষে থাকা দলটি।

Advertisement

[আরও পড়ুন: ‘দয়া করে ওই নামে ডাকবেন না’, RCB শিবিরে যোগ দিয়েই আর্জি ‘লজ্জিত’ কোহলির]

জামশেদপুর ম্যাচে মুম্বই বাড়তি দুপয়েন্ট পাওয়ায় আচমকা চাপে পড়ে গেল মোহনবাগান। ওই দু পয়েন্টেই এগিয়ে গেল মুম্বই। আপাতত ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে তাঁরা। মোহনবাগান ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে মুম্বইয়ের থেকে এক ম্যাচ কম খেলেছে মোহনবাগান। আইএসএলের (ISL 2024) লিগ শিল্ড জিততে এবার নিজেদের শেষ ম্যাচগুলি জিততেই হবে মোহনবাগানকে। অথবা, অপেক্ষা করতে হবে মুম্বইয়ের পয়েন্ট নষ্ট করার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ