সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করোনায় আক্রান্ত রোনাল্ডোর সতীর্থ পাওলো দিবালা। শনিবার টুইট করে নিজেই একথা জানান আর্জেন্টিনা ও জুভেন্তাসের ফরওয়ার্ড পাওলো দিবালা। সংক্রমিত তাঁর বান্ধবী ওরিয়ানাও।প্রসঙ্গত, দিবালা জুভেন্তাসের তৃতীয় ফুটবলার যিনি করোনা আক্রান্ত হলেন। এর আগে মাতুইদি ও রুগানিও কোভিড-১৯ আক্রান্ত হন। স্বভাবতই এমন পরিস্থিতিতে জুভেন্তাসের স্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে চিন্তায় অনুরাগীরা।
[আরও পড়ুন : জল্পনার অবসান, নতুন ক্লাবে সই করছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা]
ইউরোপে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেলফ আইসোলেশনে ছিলেন দিবালা। তাঁর শরীরে কোনও উপসর্গও ধরা পড়েনি। তারপরেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত সপ্তাহে তিনি করোনা পরীক্ষা করান। শনিবার সেই রিপোর্ট হাতে পেয়েছেন তিনি। তাতেই দেখা যায় আর্জেন্টিনায় মেসির সতীর্থ দিবালা ও তাঁর বান্ধবী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলেই খবর।
জুভেন্তাসে একের পর এক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে আতঙ্কিত তাঁর অনুরাগীরা। আপাতত তিনি সপরিবারে একটি দ্বীপে আইসোলেশনে রয়েছেন।তবে তিন সতীর্থ আক্রান্ত হওয়ায়, সিআর সেভেন কতটা সুরক্ষিত তা নিয়ে দ্বিধা থেকেই যাচ্ছে। এদিকে করোনার ছায়ায় বাতিল হয়েছে একাধিক ফুটবল টুর্নামেন্ট। যার জেরে বিপুল অংকের ক্ষতির মুখে ক্লাবগুলি। কমিয়ে দেওয়া হতে পারে ফুটবলারদের বেতনও।
[আরও পড়ুন : করোনার কোপে বিপুল ক্ষতির মুখে বার্সেলোনা, কমতে চলেছে মেসিদের বেতন!]
অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে স্পেনে মৃত্যু হল রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লরেঞ্জো স্যাঞ্জ। সংক্রামিত হয়ে গত সপ্তাহ থেকে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। শনিবার ৭৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত তিনি রিয়েল মাদ্রিদের দায়িত্বে ছিলেন।