Advertisement
Advertisement

Breaking News

Sunil Gavaskar

নববর্ষে মোহনবাগানের নয়া গেট উদ্বোধনে গাভাসকর, জানালেন চুনী গোস্বামীর সঙ্গে খেলার অভিজ্ঞতা

নববর্ষ উপলক্ষে বাঙালিয়ানার ছোঁয়া লেগেছে ক্লাবের সাজে।

Legendary cricketer Sunil Gavaskar inaugurated Mohun Bagan's new gate | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 15, 2023 11:25 am
  • Updated:April 15, 2023 11:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনক্ষণ আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। সেই মতোই আজ, পয়লা বৈশাখের সকালে মোহনবাগানের চুনী গোস্বামী গেট উদ্বোধন করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। আর সেই অনুষ্ঠানেই লিটল মাস্টারের মুখে উঠে এল অতীতের স্মৃতি। চুনী গোস্বামীর সঙ্গে খেলার অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি।

প্রথমে ঠিক হয়েছিল শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ মোহনবাগানের (Mohun Bagan) প্রধান প্রবেশদ্বার ‘চুনী গোস্বামী গেটে’র (Chuni Goswami Gate) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। পরে অবশ্য সময় এগিয়ে হয় সকাল ৮টা। ফিতে কেটে গেটের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাগান সভাপতি স্বপনসাধন বোস-সহ অন্য ক্লাবকর্তারা। হাজির হয়েছিলেন প্রয়াত কিংবদন্তি চুনীর স্ত্রী বাসন্তী গোস্বামীও।

Advertisement

MB-gate1

Advertisement

[আরও পড়ুন: একদিনে দেশে করোনায় মৃত্যু ২৭ জনের, উদ্বেগ বাড়িয়ে অ্যাকটিভ কেস ছাড়াল ৫০ হাজার!]

নববর্ষ উপলক্ষে বাঙালিয়ানার ছোঁয়া লেগেছে ক্লাবের সাজেও। বার পুজোর এই বিশেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক, মিষ্টির হাঁড়ি। একটি ব্যাটে অটোগ্রাফ দেন তিরাশির বিশ্বকাপ জয়ী নায়ক। ঐতিহ্যবাহী ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপ্লুত গাভাসকরও। সকলকে নববর্ষে শুভেচ্ছা জানিয়ে চুনী গোস্বামীর স্মৃতিচারণ করেন তিনি। বলেন, “ভারতীয় ফুটবলের একজন আইকন চুনীদার নামাঙ্কিত এই গেটের উদ্বোধন করতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের। আমার ওঁর বিরুদ্ধে রনজি ট্রফিতে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল। আমায় এই সুযোগটা দেওয়ার জন্য মোহনবাগানের সকলকে অনেক ধন্যবাদ।”

mb

গাভাসকর জানান, তাঁর ছেলে বড় মোহনবাগান ভক্ত। “আমার ছেলে (রোহন গাভাসকর) ভীষণ বড় মোহনবাগান সমর্থক। আমাকে যখন এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন ও খবরটা শুনে দারুণ খুশি হয়েছিল। আমার মতে চুনী গোস্বামী ভারতীয় ফুটবলের ব্র্যাডম্যান। তাঁর নামাঙ্কিত গেট উদ্বোধন করাটা তাই আমার কাছে দারুণ গর্বের।”

[আরও পড়ুন: বাংলার দলীয় সংগঠনের রিপোর্টে অখুশি, শুভেন্দুকে কড়া বার্তা শাহের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ