Advertisement
Advertisement
জিদান

চূড়ান্ত অশালীন মন্তব্যের জেরেই ঢুঁ মেরেছিলেন জিদান, বিস্ফোরক স্বীকারোক্তি মাতেরাজ্জির

ঠিক কী বলেছিলেন ইটালীয় ডিফেন্ডার? অবশেষে ফাঁস করলেন।

Materazzi finally revealed what he said that made Zidane headbutt him
Published by: Sulaya Singha
  • Posted:May 4, 2020 12:57 pm
  • Updated:May 4, 2020 12:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৬ বিশ্বকাপ ফাইনাল। এখনও সেই ছবি অনেকের চোখে ভাসে। ইটালির মাতেরাজ্জির সঙ্গে কথা কাটাকাটির পর এগিয়ে মাথায় ঢুঁ মারছেন জিনেদিন জিদান। তারপর লালকার্ড দেখে মাঠ থেকে বেরোচ্ছেন ফরাসি তারকা। ২০০৬-এর বিশ্বকাপ ফাইনালে সেই ন্যক্কারজনক ঘটনায় বিস্মিত হয়েছিল গোটা বিশ্ব। ইটালি চ্যাম্পিয়ন হলেও সেই একজন ডিফেন্ডারের জন্যই বিশ্বের ফুটবলপ্রেমীরা ধিক্কার জানিয়েছিল ইটালীয়দের। কিন্তু এতদিন যা বলেননি মাতেরাজ্জি, এবার সেই কথাটাই বলে ফেললেন। জানালেন, কেন সেদিন ওই কাণ্ড ঘটিয়েছিলেন জিদান। কতখানি অশালীন ছিল মাতেরাজ্জির মন্তব্য।

“মনে বড় আঘাত পেয়েছিলাম। বিশ্বাস করুন, এই ধরনের কথা আমি কখনও বলতে চাইনি। তারপর কখনও বলিওনি। জিদানকে আটকাতে না পারার জন্য গাটুসোর থেকে ধমক খাচ্ছিলাম। তাই জিদানকে আটকাতে শার্ট ধরে বেশ কয়েকবার টানাটানি করি। ভেবেছিলাম ঠান্ডা মাথায় জিদান খেলে যাবেন। কিন্তু আমার ফাঁদে যে পা দেবেন ভাবিনি। একবার শার্ট ধরে টানায় আমাকে বলে বসল, তুমি কি আমার শার্টটা নিতে চাইছ? আমি মাথা গরম করে বলে বসি, তোমার শার্ট নয়, চাইছি তোমার বোনকে।”

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভক্তের ‘আজব’ আবদারে অবাক সুনীল ছেত্রী, কী জবাব দিলেন অধিনায়ক?]

ইটালিয়ান মিডিয়া প্যাশন ইন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি মাতেরাজ্জির। তিনি খেলার মধ্যে ইচ্ছাকৃতভাবে একটা ঝামেলা সৃষ্টি করতে চেয়েছিলেন। যাতে জিদান না খেলতে পারেন। তিনি যে সেই ট্যাকটিক্সে সফল তা না বললেও চলে। মাতেরাজ্জি পরে স্বীকার করে নিয়ে বলেছেন, “ঝামেলা হোক চাইছিলাম। প্রত্যেকে চায় প্রতিপক্ষকে হারাতে। শান্ত থাকার কথা সকলেই বলে। কিন্তু করে দেখানোর কাজটা সত্যিই কঠিন। ম্যাচের পরে সকলে জয়ের আনন্দে ভেসে গিয়েছিলাম। সেবার আমাদের দলটার কথা ভাবুন। পির্লো, গাটুসোর মতো ফুটবলার দলে ছিল। পির্লোকে খুব শান্ত মনে হয়। আসলে প্রচন্ড চতুর।”

Advertisement

তবে মাতেরাজ্জিকে এখনও আঘাত করে স্টেডিয়ামে দর্শকদের আচরণ। “বহুবার দেখেছি স্টেডিয়ামে আমাকে ও বালোতেলিকে নিয়ে প্রচুর গালিগালাজ চলে। কখনও আমাকে ডাকা হয়েছে ডাইনির ছেলে। কেন? নাপোলির কাউকে বললে দেখবেন ধুন্ধুমার কাণ্ড ঘটে যাবে। রেফারিরা শক্ত হতে পারতেন।”

[আরও পড়ুন: ‘কঠিন উইকেটে টেস্ট ম্যাচ খেলতে হচ্ছে’, দেশে করোনার দাপট নিয়ে চিন্তিত সৌরভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ