Advertisement
Advertisement

Breaking News

O J Simpson

উঠেছিল স্ত্রীকে খুনের অভিযোগ, প্রয়াত আমেরিকান ফুটবল খেলোয়াড় সিম্পসন

ডাকাতির অভিযোগেও জেল খেটেছেন ক্যানসারে প্রয়াত এই আমেরিকান ফুটবল খেলোয়াড়।

NFL Hall of Famer O J Simpson dies
Published by: Biswadip Dey
  • Posted:April 11, 2024 11:54 pm
  • Updated:April 11, 2024 11:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল স্ত্রীকে খুনের। অভিযোগ ছিল ডাকাতিরও। অবশেষে মৃত্যু হল প্রাক্তন মার্কিন ফুটবলার ও জে সিম্পসনের (O.J. Simpson)। বয়স হয়েছিল ৭৬ বছর। গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন আমেরিকান ফুটবলের বিতর্কিত মানুষটি। বৃহস্পতিবার তাঁর পরিবারের তরফে প্রবীণ ফুটবলারের মৃত্যুর খবরটি জানানো হয়েছে।

বলে রাখা ভালো, ভারতে যেটা ফুটবল বলে পরিচিত, সেটা মার্কিন মুলুকে ‘সকার’। প্রাক্তন এই খেলোয়াড় কিন্তু খেলতেন ‘আমেরিকান ফুটবল’। সেটা অন্য ধরনের খেলা। মূলত কানাডা ও আমেরিকার ফুটবলই ‘আমেরিকান ফুটবল’ হিসেবে পরিচিত। ডিম্বাকার বল নিয়ে আয়তাকার মাঠের এই খেলায় কিংবদন্তি ছিলেন সিম্পসন। সান ফ্রান্সিসকো ৪৯ইয়ার্স এবং বাফেলো বিলসের হয়ে দীর্ঘ দিন খেলে গড়েছিলেন নানা নজির। ১৯৭৩ সালে তিনিই ছিলেন এনএফএলের সবচেয়ে দামি ফুটবলার।

Advertisement

[আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ করেছি’, তৃণমূলের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ রেখার]

কিন্তু এহেন কেরিয়ার সত্ত্বেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা অভিযোগেই বেশি বোধহয় বেশি আলোচিত হয়েছেন সিম্পসন। আমেরিকায় ‘ট্রায়াল অফ দ্য সেঞ্চুরি’ নামে খ্যাত স্ত্রী নিকোল ব্রাউন সিম্পসন ও বন্ধু রোনাল্ড গোল্ডম্যানকে খুনের অভিযোগে সিম্পসনের বিরুদ্ধে চলতে থাকা মামলাটি। যদিও শেষপর্যন্ত সেই মামলায় মুক্তি পেয়েছিলেন তিনি। উল্লেখ্য, ১৯৮৯ সালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পাঁচ বছর তাঁকে হত্যায় অভিযুক্ত হন বিখ্যাত ফুটবলারটি।

Advertisement

তবে এরই পাশাপাশি ২০০৮ সালে লাস ভেগাসের একটি হোটেলে ডাকাতির অভিযোগ উঠেছিল সিম্পসনের বিরুদ্ধে। ৩৩ বছরের কারাবাসের সাজা দেওয়া হলেও শেষে জেলে ভালো ব্যবহার ও খেলোয়াড় হিসেবে তাঁর অবদানের দিকটি বিবেচনা করে ৯ বছর পর জেল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। খেলার পাশাপাশি সিম্পসনকে অভিনয় করতেও দেখা গিয়েছে। অসুস্থ ছিলেন বেশ কয়েক বছর। লড়াই করছিলেন মারণ ক্যানসারের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার প্রয়াত হলেন তিনি।

[আরও পড়ুন: এবার চাকরি গেল কেজরির ব্যক্তিগত সচিবের, উপরাজ্যপাল সাক্সেনার হাত দেখছে আপ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ