Advertisement
Advertisement
Mohun Bagan

মোহনবাগান ম্যাচ দেখে বাড়ি ফেরা নিয়ে চিন্তা নেই, মেট্রোর পাশাপাশি চলবে বিশেষ বাসও

কোন কোন রুটে চলবে বাস?

Special bus for 7 routs will run from Salt Lake stadium on Mohun Bagan Match day | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 26, 2023 5:55 pm
  • Updated:September 26, 2023 5:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবভারতীতে প্রিয় দলের আইএসএলের ম্যাচ (ISL Match) থাকলেই চিন্তায় পড়ছেন দর্শকরা। খেলা শেষ হতে তো রাত ১০টা বেজে যাচ্ছে। বাড়ি ফিরবেন কীভাবে? সেই চিন্তার কিছুটা সুরাহা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার এগিয়ে এল পরিবহণ দপ্তর।

জানা গিয়েছে, বুধবার মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফ সি ম্যাচে অতিরিক্ত বাস চালাবে পরিবহণ দপ্তর। যুবভারতী স্টেডিয়াম থেকে সাতটি রুটে চলবে বাস। এর মধ্যে রয়েছে যাদবপুর, উল্টোডাঙা, জোকা, এসপ্ল্যানেড, বারাকপুর, হাওড়া স্টেশন, গড়িয়া ও দক্ষিণেশ্বরও। ফলে খেলা শেষ হতে রাত হলেও বাড়ি ফেরার চিন্তা থাকবে না সমর্থকদের। গত দুই ম্যাচের মতো, বুধবার রাতেও ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ একজোড়া অতিরিক্ত মেট্রো চালাবে বলে আশাবাদী মোহনবাগান সমর্থকরা।

Advertisement

[আরও পড়ুন: অভিনব প্রতিবাদ গোবরডাঙায়, জমা জলে বসে নোংরা জলেই স্নান বিজেপি কর্মীর!]

আইএসএল-এর (ISL 2023-24) সূচি ঘোষণার পর থেকেই চিন্তায় ছিলেন অগণিত মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থক। কারণ হোম ম্যাচগুলো যে এবার রাত ৮টায় শুরু হবে। খেলা শেষ হতে প্রায় রাত ১০টা বেজে যাওয়ার কথা। ফলে যেসব সমর্থকদের দূরে বাড়ি তাদের ফিরে যাওয়া বেশ সমস্যার। সমর্থকদের সমস্য়া মেটাতে এগিয়ে আসে দুই ক্লাব। আলাদা-আলাদাভাবে তারা রাজ্যের পরিবহণ দপ্তরকে চিঠি দেয়। সেই আবেদনে সাড়া দেয় রাজ্য। ম্যাচের রাতে একজোড়া মেট্রোর ব্যবস্থা ছিলই। এবার বাসেরও ব্যবস্থা করা হল। 

Advertisement

[আরও পড়ুন: ‘ঠিকানা বলতে পারব না মা’, রহস্যবার্তার পরদিনই জম্মুতে মৃত্যু বাংলার যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ