সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: বলিউডে পা রাখতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি। তা এক জীবনে আর ঠিক কী কী করবেন ধোনি? নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। ক্রিকেট দুনিয়া থেকে আজ অবসর নেন তো কাল। কখনও তিনি ফুটবলার, কখনও টেনিস প্লেয়ার তো আবার কখনও সেনা জওয়ান অবতারে দেখা গিয়েছে তাঁকে। এবার ২২ গজ থেকে ছক্কা হাঁকিয়ে সোজা বলিউডে অবতরণ করছেন! তাঁকে নিয়ে বায়োপিক তো আগেই হয়েছে। এবার নিজে সিনেমায় অভিনয় করছেন। বলি, ব্যাপারটা কি সত্যি?
[আরও পড়ুন: ‘কোন হলে কী ছবি চলবে মুখ্যমন্ত্রী কেন ঠিক করবেন?’, দেবের টুইটের পালটা বাবুলের ]
বর্তমানে ধোনির ক্রিকেট কেরিয়ার নিয়ে জল্পনা যখন তুঙ্গে, আবার কবে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে, সেই বিষয়ক নান প্রশ্নের ঝড় বইছে, তারই মাঝে শোনা গেল বিশ্বকাপ জয়ী এই প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে এবার নাকি নতুন এক অবতারে দেখা যেতে চলেছে। এবার অভিনেতারূপে অবতরণ করবেন তিনি। এক খ্যাতনামা বলিউডি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
কোন সিনেমায় দেখা যাবে ধোনিকে? সিনেমার নাম ‘ডগ হাউস’। তবে চমক এখানেই শেষ নয়। ‘ডগ হাউস’-এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছে সঞ্জয় দত্ত। ছবিতে অভিনয় করতে পারেন সুনীল শেঠি এবং ইমরান হাসমিও। কারণ, এই দুই খ্যাতনামা অভিনেতাদের কাছেও গিয়েছে ‘ডগ হাউস’-এর প্রস্তাব। থাকতে পারেন আর মাধবনও। ‘পদ্মাবত’ এবং ‘সঞ্জু’ খ্যাত জিম সার্ভকে দেখা যাবে ধূসর চরিত্রে। পরিচালনায় সমীর করণিক। শুটিং শুরু হবে আগামী বছর।
[আরও পড়ুন: নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে আরও এক বাংলা ছবি, মূল চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ]
কেমন চরিত্রে দেখা যাবে মাহিকে? সূত্রের খবর বলছে, সঞ্জয় দত্তের ‘ডগ হাউস’-এ ধোনিকে এক ক্যামিওর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মাঠের বাইরে থাকলেও ধোনি কিছু না কিছু করছেন। এই খবর যেন সেটাই আরও একবার প্রমাণ করল। আপাতত ক্রিকেট থেকে ছুটি নিয়ে রাঁচিতে রয়েছেন ধোনি। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো ছাড়াও নিয়মিত টেনিস খেলে নিজেকে ফিট রাখছেন। এক আগে একাধিক বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গিয়েছে ধোনিকে, তবে সিনেমায় এই প্রথম।