Advertisement
Advertisement

এবার শহিদ কন্যা জোহরার পড়াশোনার দায়িত্ব নিলেন গম্ভীর

মঙ্গলবার টুইট করে একথা জানালেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক।

Gautam Gambhir to bear education expenses of martyred Kashmir cop's daughter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2017 3:19 pm
  • Updated:September 5, 2017 3:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই ভারতীয় সেনা জওয়ানদের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁকে। কেউ সেনার বিরুদ্ধে মুখ খুললে তাঁকে রেয়াত করেন না। এর আগেও একাধিকবার শহিদ জওয়ানদের পরিবারবর্গের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরকে। ফের একবার তাঁকে দেখা গেল সেই ভূমিকাতেই। জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি আক্রমণে মারা গিয়েছিলেন অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর আবদুল রসিদ। মঙ্গলবার তাঁর মেয়ের যাবতীয় পড়াশোনার খরচ বহন করার কথা জানালেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

[নার্সের ছদ্মবেশে নেপালে পালাতে ব্যর্থ, মুম্বই থেকে ‘গ্রেপ্তার’ হানিপ্রীত]

নিজের টুইটার হ্যান্ডেলে বাবার মৃত্যুতে শোকাহত জোহরার পরপর দু’টি ছবি পোস্ট করেন গম্ভীর। সঙ্গে লেখেন, ‘আমি তোমাকে কোনও খেলনার সামগ্রী দিয়ে ঘুম পাড়াতে পারব না। তবে তোমার স্বপ্নপূরণের জন্য তোমাকে সবরকমভাবে সাহায্য করতে পারব। সারাজীবন তোমার পড়াশোনার দায়িত্ব নিতে পারব। জোহরা দয়া করে তোমার চোখের জল মাটিতে পড়তে দিও না। এই পৃথিবীর তোমার দুঃখের ভার গ্রহণ করতে পারবে না। তোমার শহিদ পিতা এএসআই আবদুল রসিদকে আমার স্যালুট।’

Advertisement

 

Advertisement

[বনধ প্রত্যাহারের দাবিতে কার্শিয়ংয়ে মিছিল বিনয় তামাং, অনীত থাপাদের]

এর আগে চলতি বছরে ছত্তিশগঢ়ের সুকমায় মাও হামলায় নিহত ২৫ জন সিআরপিএফ জওয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর। তাঁর সংস্থা ওই শহিদ জওয়ানদের প্রত্যেকের সন্তানের শিক্ষার খরচ নেওয়ার কথা জানিয়েছিল। পাশাপাশি রাইজিং পুণে সুপারজায়ান্টের সঙ্গে খেলায় কেকেআরের খেলোয়াড়রা কালো ব্যাজ পরে মাঠে নেমেছিল। এছাড়াও কয়েকদিন আগে গরিব ক্ষুধার্তদের জন্য বিনামূল্যে খাওয়ার ব্যবস্থাও করেছে তাঁর সংস্থা।

[আধুনিক সমাজকে ‘আলবিদা’ জানিয়ে কুড়ি বছর গাছের কোটরে জিগর ওরাওঁ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ