Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: পরপর চার ম্যাচ হেরেও শেষ চারে যেতে পারে বাবর আজমের পাকিস্তান! কিন্তু কীভাবে?

সম্মান বাঁচাতে পারবে পাকিস্তান?

ICC ODI World Cup 2023: Pakistan not out of semifinals race despite defeat to South Africa, find out how। Sangbad Pratidin

আরও একটা হার। ভাঙা মন নিয়ে মাঠ ছাড়ছে বাবর আজমের পাকিস্তান। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 28, 2023 12:03 pm
  • Updated:October 28, 2023 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার (Team India) কাছে লজ্জাজনক ভাবে হারের পর, অস্ট্রেলিয়ার (Australia) কাছে উড়ে যাওয়া। এর পর অবশ্য শেষরক্ষা হয়নি। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের (Afghanistan) কাছে ল্যাজেগোবরে হয়ে যাওয়ার পর এবার সেই ভেন্যুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করেও ১ উইকেটে হেরে গেল পাকিস্তান (Pakistan)। ফলে চলতি বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকে বাবর আজমদের (Babar Azam) বিদায় আসন্ন। তবে সরকারি ভাবে এখনও মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)-শাহিন শাহ আফ্রিদিদের (Shaheen Shah Afrdi) বিদায় ঘন্টা বাজেনি। শেষ চারে যাওয়ার রাস্তা বেশ কঠিন। কিন্তু কীভাবে এখনও সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দল?

পাকিস্তানের এখনও তিনটি ম্যাচ বাকি। ৩১ অক্টোবর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে খেলার পর ৪ নভেম্বর নিউজিল্যান্ড (New Zealand) ও ১১ নভেম্বর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে খেলবেন ইমাম উল হক (Imam-Ul-Haq)-হ্যারিস রউফরা (Haris Rauf)। এই তিনটি ম্যাচ জিতলে পাকিস্তানের হবে ১০ পয়েন্ট। তবে শর্ত হল পাকিস্তানকে শুধু বড় ব্যবধানে জিতলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলের হার-জিতের দিকে। প্রোটিয়াদের বিরুদ্ধে ১ উইকেটে হারের পর, এই মুহূর্তে লিগ টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে পাক দল। ৬ ম্যাচে পয়েন্ট মাত্র ৪।

Advertisement

[আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার, বিশ্বকাপ থেকে বিদায়ের পথে পাকিস্তান]

তবে বাবর আজমের দল বাকি তিনটি ম্যাচ জিতলেও কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন না। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলো নিজেদের সব ম্যাচ হারতে হবে। যেটা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। অস্ট্রেলিয়ার রয়েছে ৬ পয়েন্ট। লিগে চার নম্বর জায়গায় রয়েছে তারা। শ্রীলঙ্কা রয়েছে পাঁচে। পাকিস্তানের মতো তাদেরও রয়েছে ৪ পয়েন্ট। এই দুই দল আর কোনও ম্যাচ না জিতলে ১০ পয়েন্টের কমে শেষ করবে। এতে সুবিধা হবে পাকিস্তানের। কিন্তু খাতায়-কলমে কি ব্যাপারটা এতই সোজা? প্রশ্ন তুলছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন তারকা। ওয়াসিম আক্রম, মিসবা-উল-হক, ওয়াকার ইউনিসদের মতো প্রাক্তনদের দাবি, এই দলটার সেমিফাইনাল খেলার কোনও যোগ্যতাই নেই।

[আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়েই কেশব মহারাজের মুখে ‘জয় শ্রী হনুমান’, নেটদুনিয়ায় ভাইরাল তারকার পোস্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement