Advertisement
Advertisement

‘প্রেমের গানের মতো রেডিওতে রোজ দেশাত্মবোধক গান বাজে না কেন?’

সাধারণতন্ত্র দিবসের শেষে এ প্রশ্নই তুললেন ক্রিকেটার গৌতম গম্ভীর৷

If radio stations can play love songs everyday, why not patriotic numbers: Gambhir raises question post Republic Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 29, 2017 3:23 pm
  • Updated:January 29, 2017 3:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন রেডিও স্টেশন অন করলেই কানে আসে একের পর এক প্রেমের গান৷ শুধু বাছা বাছা কয়েকটি দিনেই বাজানো হয় দেশাত্মবোধক গান৷ রোজ প্রেমের গান বাজলে, দেশাত্মবোধক গান নয় কেন? সাধারণতন্ত্র দিবসের শেষে এ প্রশ্নই তুললেন ক্রিকেটার গৌতম গম্ভীর৷

জাতীয় সঙ্গীতের অবমাননা! সৌরভের ভিডিও ঘিরে এবার বিতর্ক নেটদুনিয়ায়

স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো বিশেষ কিছু দিনেই রেডিও স্টেশনগুলিতে দেশাত্মবোধক গান বাজানো হয়৷ কিন্তু স্বাভাবিকভাবেই পরবর্তী দিনগুলোয় তা করা হয় না৷ সেই সময় চলে নানা ধরনের গান৷ তার মধ্যে থাকে প্রেমের গানও৷ এই নিয়েই প্রশ্ন তোলেন গৌতম গম্ভীর৷ তাঁর প্রশ্ন, কেন বিশেষ দিনের পর থেকেই দেশাত্মবোধক গান বাজানো বন্ধ হয়ে যায়? একটি বিশেষ রেডিও স্টেশনের কাছেই তিনি এ প্রশ্ন রাখেন৷

Advertisement

স্টেশনটির তরফ থেকে তার উত্তরও দেওয়া হয়৷ গম্ভীরকে পাল্টা প্রশ্ন করে জানতে চাওয়া হয়, যদি রোজ টেলিভিশেন প্যারেড দেখানো হয়, তাহলে কী ভাল লাগবে? গম্ভীরের পাল্টা জবাব, দেশের জওয়ানদের সম্মান দিতে প্রতি মুহূর্তে যদি তাই দেখতে হয়, তাহলেও তিনি দ্বিধা করবেন না৷ এরপর ওই স্টেশনের তরফে একটি সমীক্ষা করা হয়৷ সাধারণ মানুষের কাছে দেশাত্মবোধের মানে কী, তা জানতে চাওয়া হয় ওই সমীক্ষায়৷ ফলাফল জানানোও হয় গম্ভীরকে৷ যদিও তার কোনও উত্তর দেননি ক্রিকেটার৷

এর উত্তর না দিলেও অন্য একটি বিষয়ে মুখ খুলেছেন গম্ভীর৷ সম্প্রতি সাম্মানিক ডক্টরেট ছেড়েছেন রাহুল দ্রাবিড়৷ কিংবদন্তির দাবি, একজন ছাত্র বা গবেষককে তা অর্জন করতে হয়৷ তাই তিনি কোনও সাম্মানিক ডিগ্রি চান না৷ রাহুলের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন গম্ভীর৷

ছয় বলে ৬ উইকেট! বল হাতে বাইশ গজের নয়া ‘যুবরাজ’ ক্যারি

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ