Advertisement
Advertisement

Breaking News

আইপিএল নিলাম

শীতের কলকাতায় আজ আইপিএল নিলাম, উত্তাপ বাড়াতে এলেন কিং খান

প্রথম সারির ভারতীয় তারকার অভাবে আইপিএল নিলাম নিয়ে উৎসাহ নেই ফ্র্যাঞ্চাইজিগুলির।

IPL 2020: mini Auction to be held in Kolkata on thrusday
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2019 9:35 am
  • Updated:December 19, 2019 9:35 am

স্টাফ রিপোর্টার: শীতের কলকাতায় বুধবার শাহরুখ খান (Shahrukh Khan) যখন নামলেন, বিকেলের রোদ মরে এসেছে। চারদিকে শীতকাতুরে ভাব। কিন্তু শহরের আইপিএল নিলাম ঘিরে একমাত্র উত্তাপ তখনই তৈরি হল!চিরাচরিত ‘পীঠস্থান’ বেঙ্গালুরু ছেড়ে এই প্রথম নিলামের আসর বসছে কলকাতায়। হোটেলের লবিতে কিংস ইলেভেনের নতুন কোচ অনিল কুম্বলে ঘুরছেন। চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিংকে দেখা যাচ্ছে। কেকেআরের নতুন হেড কোচ ‘বাজ’ (যে নামে ব্রেন্ডন ম্যাকালামকে ডাকত ক্রিকেটবিশ্ব) চলে এসেছেন। ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ‌্যায় রাতের দিকে হোটেলে চলে গেলেন। কিন্তু কোথাও গিয়ে যেন আইপিএল নিলামের রোমহর্ষক আবহটা তবু খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বাভাবিক। মহাতারকা কোথায়? ঝাঁপিয়ে পড়ার মতো নাম কোথায়?

সাকুল্যে তো গোটা পাঁচ-ছয় নাম ঘুরেফিরে বেড়াচ্ছে। গ্লেন ম‌্যাক্সওয়েল। জেসন রয়। অ‌্যারন ফিঞ্চ। ক্রিস লিন। ইয়ন মর্গ্যান। প‌্যাট কামিন্স। জশ হ‌্যাজেলউড। ক‌্যারিবিয়ান নামধাম বলতে হেটমায়ার-উইলিয়ামস-কটরেল। নিলামে উঠতে চলা ১৮৬ ভারতীয় ক্রিকেটারের দশা আরও খারাপ। মেরেকেটে গোটা তিনেক নাম। কেকেআরের দুই ব্রাত‌্য রবিন উথাপ্পা, পীযুষ চাওলা। জয়দেব উনাদকটের মতো কেউ কেউ। এ দিন দুপুরে নিলাম সম্পর্কে ওয়াকিবহাল একজন বলছিলেন যে, নিলামের ৩৩২ ক্রিকেটারের মধ‌্যে থেকে আটটা ফ্র্যাঞ্চাজি সর্বমোট কিনতে পারবে ৭৩ ক্রিকেটার! সে ক’টাই স্লট পড়ে। অর্থাৎ, গড়ে ন’জন মতো। উত্তেজনা কোথা থেকে আসবে? উলটে বলা হল যে, বৃহস্পতিবারের কলকাতা নিলাম অনেকটা বিয়েবাড়ির শেষ পাতে দই-মিষ্টির মতো হতে চলেছে! মেন কোর্স রেডি। ভোজে শুধু ডেজার্ট যোগ হবে।

Advertisement

[আরও পড়ুন: পিছিয়ে গেল আই লিগের ডার্বি, জানুয়ারিতে হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ]

এক দিক থেকে ঠিকই। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক‌্যাপিটালস, এদের টিম তো প্রায় তৈরিই। নিলামের অনেক আগে প্লেয়ার ট্রান্সফারে নামীদামী নাম তারা নিয়ে নিয়েছে। দিল্লি অজিঙ্ক রাহানে-রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েছে রাজস্থান রয়‌্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব থেকে। মুম্বই দিল্লি থেকে কিনেছে ট্রেন্ট বোল্টকে। দই-মিষ্টি ছাড়া আর কী পড়ে থাকে? এক এক সময় মনে হচ্ছে, ভাগ‌্যিস শাহরুখ এসে উপস্থিত হয়েছেন। নইলে অকশন-আবহে শৈত‌্য আরও বেশি টের পাওয়া যেত।

কেকেআরের কেউ কেউ চেষ্টা করেও মনে করতে পারলেন না, শেষ কবে নিলামে এসেছেন বাদশা? তা-ও এমন নিরামিষ নিলামে? গত কয়েক বছরে তো কখনও ঘটেনি। আগ্রহ, জল্পনা সেখানেই। কেন হঠাৎ এলেন শাহরুখ? নেপথ‌্যে কি কেকেআরের গতবারের ব‌্যর্থতা? বিতর্কে-বিতর্কে টিমের ছিন্নভিন্ন হয়ে যাওয়া? টিমের রাশ এবার নিজে নিতে চান কিং খান?

Advertisement

[আরও পড়ুন: কুলদীপের হ্যাটট্রিকে কুপোকাত ক্যারিবিয়ানরা, সিরিজে সমতা ফেরাল ভারত]

জানা গেল না। ছুটকো কয়েকটা খবর বরং পাওয়া গেল। যেমন, বাঁ হাতি পেসার জয়দেব উনাদকটকে নিয়ে দু’তিনটে ফ্র্যাঞ্চাইজির টানাটানি হতে পারে। চেন্নাই, রাজস্থানের মতো কেউ কেউ ভারতীয় পেসারের খোঁজ করছে। দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফের (এখানে বলে রাখা ভাল দিল্লির হেড কোচ রিকি পন্টিং আজ থাকছেন না) কেউ কেউ এদিন বলছিলেন যে, টিমে একজন পাওয়ার হিটার প্রয়োজন। ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ ভাবনায় আছেন। বোল্টকে ছেড়ে দেওয়ার পর একজন পেসারও দরকার। প‌্যাট কামিন্সের জন‌্য সেক্ষেত্রে ঝাঁপানো যেতে পারে। ভারতীয় পেসারও দেখা যেতে পারে। কেকেআরের চাই টপ অর্ডারে ভাল বিদেশি ব‌্যাটসম‌্যান। হাতে কেএল রাহুল থাকলেও কিংস ইলেভেন পাঞ্জাব দেখছে কোনও বিদেশি ব‌্যাটসম‌্যান-অধিনায়ককে তোলা সম্ভব কি না। ইয়ন মর্গ্যান তাদের টার্গেট হতে পারে। আর মুম্বই নাকি চাইছে, তরুণ প্রতিভা কিনতে। আর সেখানেই আসছে চারটে সম্ভাব‌্য নাম। একজন বিদেশি। তিন জন ভারতীয়। বিদেশি যিনি, তিনি একুশ বছরের ইংরেজ ওপেনার। টম ব‌ান্টন। খেলেছেন ২১টা টি-টোয়েন্টি। কিন্তু মাইকেল ভন ইতিমধ্যে তাঁকে পরবর্তী কেভিন পিটারসেন বলে ডাকতে শুরু করেছেন। তিন ভারতীয়র মধ‌্যে একজন ভারতের অনূর্ধ্ব উনিশ অধিনায়ক প্রিয়ম গর্গ। মুম্বইয়ের আঠারো বছরের যশস্বী জয়সওয়াল। যিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন। আর তৃতীয় জন, তামিলনাড়ুর ডান হাতি ব‌্যাটসম‌্যান। যাঁকে নিয়ে মুগ্ধ স্বয়ং কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও।তামিলনাড়ুর সেই ক্রিকেটারের নাম?শাহরুখ খান!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ