Advertisement
Advertisement
Lionel Messi

‘শুরুতে সব ভাল ছিল, তারপর…’, পিএসজি সমর্থকদের সঙ্গে সম্পর্কের ফাটল ধরা নিয়ে মন্তব্য মেসির

এমবাপেকে পিএসজি ছাড়ার পরামর্শ দেন মেসি।

Lionel Messi breaks silence on being criticized by PSG fans । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 24, 2023 9:41 am
  • Updated:June 24, 2023 4:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) প্যারিস সাঁ জাঁ ছাড়ার পরামর্শ দিয়ে সমর্থকদের বিরাগভাজন হতে পারেন লিওনেল মেসি (Lionel Messi)।

পিএসজি-র তারকা কিলিয়ান এমবাপে সমর্থকদের নয়নের মণি। তাঁকেই কিনা ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন মেসি! পিএসজি সমর্থকদের সঙ্গে মেসির সম্পর্ক ভাল নয়। ক্লাবের হয়ে শেষ ম্যাচেও সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল তাঁকে। তার আগে ক্লাবকর্তাদের না জানিয়ে সৌদি আরবে চলে যাওয়ায় তাঁকে সাসপেন্ড করেছিল পিএসজি। সেই মেসি ফরাসি তারকা এমবাপেকে পিএসজি ছেড়ে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে যাওয়ার পরামর্শ দেওয়ায় সমর্থকদের বিরূপ সমালোচনার মুখে। মেসি কি নিজেও জানেন না তাঁকেও প্রবল সমালোচনার মুখে পড়তে হবে! তা নিয়ে মুখ খুলেছেন লিও মেসি। 

Advertisement

[আরও পড়ুন: ডুরান্ড কাপ শুরু ৩ আগস্ট, বাংলার তিন মাঠে হবে খেলা]

পিএসজি-তে সই করার কারণ জানিয়ে তিনি বলছেন, ”আমি প্যারিসে গিয়েছিলাম কারণ ক্লাবটি আমার বেশ পছন্দের। পিএসজি-তে আমার বন্ধুরা আছে। জাতীয় দল থেকেই অনেককে আমি চিনি। অন্য ক্লাবের চেয়ে পিএসজি-তে মানিয়ে নেওয়া আমার কাছে সহজ মনে হয়েছিল। সেই কারণেই আমি প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
শুরুর দিকে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু সময় যত এগোল ততই মেসি ও ক্লাব সমর্থকদের সম্পর্ক বদলে গেল। প্যারিস থেকে ইন্টার মায়ামিতে যাওয়ার পরে সেই দুয়োধ্বনি আরও বাড়ে। 

Advertisement

সেই প্রসঙ্গে মেসি বলেন, ”শুরুতে সবকিছু বেশ ভাল ছিল। আমিও দারুণ উৎসাহ পেয়েছিলাম। একথা আমি আগেও বলেছিলাম। এরপর লোকেরা আমার সঙ্গে অন্যরকম আচরণ শুরু করে। প্যারিসের একটা বড় অংশের সঙ্গে সম্পর্কেও ফাটল ধরে। এমবাপে ও নেইমারের সঙ্গেও এমন ঘটনা আগে ঘটেছিল। এটাই ওদের ধরন। তবে আমাকে যাঁরা সমর্থন করেছিলেন, আমি তাঁদের মনে রেখেছি।”

[আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ল, এবার বিস্ফোরক বিবৃতি পাক বিদেশমন্ত্রকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ