Advertisement
Advertisement

Breaking News

হারলেও রিও ওলিম্পিকের আশা শেষ নয় মেরি কমের

তবে সেই অঙ্ক বেশ জটিল৷ একপ্রকার অসম্ভবই বলা ভাল৷ কী সেই অঙ্ক? এআইবিএ-র সিনিয়র আধিকারিক নিকোলাস জোমার্ড জানিয়েছেন, আস্তানায় এশিয়া/ওশিয়ানিয়া খেলবেন চিনের রেন ক্যানক্যান ও চিনা তাইপেই বক্সার লিন ইউ টিং৷

Mary Kom May Still Make Rio Cut
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2016 3:25 pm
  • Updated:July 11, 2018 12:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার কাজাখস্তানে এআইবিএ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার পরই রিও যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে মেরি কমের৷ লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সারকে আসন্ন ওলিম্পিকে দেখাই যাবে না৷ একথা ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে মণিপুর-সহ গোটা দেশের৷ তাঁর অনুপস্থিতি বিশ্ব দরবারে ভারতের জৌলুস যে অনেকটাই কমিয়ে দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ মণিপুরি বক্সারের হারে হতাশ এআইবিএ-ও৷ তবে এরই মধ্যে সামান্য আশার আলো দেখাল এআইবিএ৷
তবে সেই অঙ্ক বেশ জটিল৷ একপ্রকার অসম্ভবই বলা ভাল৷ কী সেই অঙ্ক? এআইবিএ-র সিনিয়র আধিকারিক নিকোলাস জোমার্ড জানিয়েছেন, আস্তানায় এশিয়া/ওশিয়ানিয়া খেলবেন চিনের রেন ক্যানক্যান ও চিনা তাইপেই বক্সার লিন ইউ টিং৷ তাঁরা যদি দুটি পদক জিতে রিওর টিকিট পাকা করতে পারেন, সেক্ষেত্রে যে কোনও একজনের পরিবর্তে মেরি কমকে পাঠাতে পারে এআইবিএ৷ তবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ এআইবিএ-র৷
গত ওলিম্পিকের ব্রোঞ্জকে এবার সোনায় রূপান্তরিত করতে দিনরাত পরিশ্রম করেছেন তিন সন্তানের মা মেরি কম৷ শনিবার তাঁর পাশাপাশি রিও যাওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছেন সরিতা দেবীও৷ ফলে রিওতে মহিলা বক্সারদের পদক জয়ের সম্ভাবনা নেই৷ সোমবার চিনা ও চিনা তাইপেইয়ের দুই মহিলা বক্সার রিংয়ে নামবেন৷ তারপরই স্পষ্ট, কোনও মিরাকল ঘটতে পারে কি না৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ