Advertisement
Advertisement

Breaking News

Kalinga Super Cup

টানা ৩ ম্যাচে হার, কোচ বদল, দুঃসময়ের পরে ভালো শুরু চাইছে মোহনবাগান

হাবাসের পরামর্শেই দল সাজাচ্ছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

Mohunbagan will face Sreenidhi Deccan in their first match of Kalinga Super Cup | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:January 9, 2024 11:27 am
  • Updated:January 9, 2024 12:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে টানা তিন ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার সুপার কাপে নামছে মোহনবাগান (Mohun Bagan)। এর মধ্যেই আবার কোচ বদলও হয়ে গিয়েছে তাদের। এমন অবস্থায় সুপার কাপের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ আই লিগে দারুণ ফর্মে থাকা শ্রীনিধি ডোকান। চোট-আঘাতে জর্জরিত সবুজ-মেরুন ব্রিগেডের সামনে দল গঠন করাই এখন বড় চ্যালেঞ্জ।

সোমবার সকালে যুবভারতীর অনুশীলন মাঠে অনুশীলন সেরে সুপার কাপ (Kalinga Super Cup) খেলতে ভুবনেশ্বর উড়ে যান জেসন কামিংসরা। এমন পরিস্থিতিতে ভারতে পা না রাখলেও নতুন কোচ আন্তেনিও হাবাসের পরামর্শেই দল পরিচালনা করছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। রবিবার যোগ দেওয়া রিহ্যাবে থাকা আনোয়ার আলিকেও দলের সঙ্গে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আনোয়ার কবে ফিট হয়ে ফিরবেন তা এখনই বলতে পারছেন না সুপার কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের কোচের দায়িত্বে থাকা ক্লিফোর্ড মিরান্ডা।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]

মঙ্গলবার প্রতিপক্ষ আই লিগের দল হলেও শ্রীনিধিকে হালকাভাবে নিতে নারাজ সবুজ-মেরুন শিবির। আই লিগ টেবিলে ২০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে শ্রীনিধি। সুপার কাপের প্রথম প্রতিপক্ষ প্রসঙ্গে ক্লিফোর্ড আরও জানান, “ছোট্ট বিরতির পর ফের আমরা ফিরছি এই টুর্নামেন্টে। এই কয়েকদিন ভালো অনুশীলন হয়েছে আমাদের। একাধিক ফুটবলারের চোট। বেশ কিছু ফুটবলার জাতীয় দলে আছে। সাত-আটজন ফুটবলারকে আমরা পাচ্ছি না। স্বাভাবিকভাবেই আই লিগের ভালো জায়গায় থাকা শ্রীনিধিকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছি আমরা। এই ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে। তবে জেতার জন্যই এখানে এসেছি।” চোট-আঘাতের সমস্যার মধ্যে ছয় বিদেশির সঙ্গে একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়েই দল গঠন করতে হবে তাঁকে।

Advertisement

মোহনবাগান বনাম শ্রীনিধি ডেকান
কলিঙ্গ স্টেডিয়াম
ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ থেকে

[আরও পড়ুন: হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ